সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ০৯:২৮:০৮

দুর্দান্ত লড়াই করেও ঘানার সঙ্গে পারল না কোরিয়া!

দুর্দান্ত লড়াই করেও ঘানার সঙ্গে পারল না কোরিয়া!

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের মঞ্চে আরও একটি জমজমাট ম্যাচ দেখা গেল আজ। প্রতিদ্বন্দ্বী দুই দলের কাছেই ম্যাচটিতে জয় পাওয়া ছিল গুরুত্বপূর্ণ।  পর্তুগালের কাছে ৩-২ গোলে হেরে আসর শুরু করেছিল ঘানা। উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করা দক্ষিণ কোরিয়া আজ দুর্দান্ত লড়াই করেও ঘানার সঙ্গে পেরে ওঠেনি।

হেরেছে ৩-২ গোলের ব্যবধানে। এতে ঘানার শেষ ষোলোতে যাওয়ার আশা টিকে রইল। এডুকেশন সিটি স্টেডিয়ামে সোমবার ‘এইচ’ গ্রুপের রোমাঞ্চকর লড়াইয়ের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েছিল ঘানা। 

কিন্তু বিরতির পর ১৬৮ সেকেন্ডের মধ্যে দুই গোল শোধ করে কোরিয়াকে ম্যাচে ফেরান চো চিউইয়ি-সাং। কিন্তু ঘানা এত সহজে ছেড়ে দেবে কেন? একটু পরেই তারা স্কোরলাইন ৩-২ করে ফেলে। গোল শোধ করতে শেষ পর্যন্ত একের পর এক আক্রমণ চালিয়ে গেছে কোরিয়া। কিন্তু তাদের হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে