সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ০৯:৫৫:০২

মেসির গোলের কৌশলের গোপন তথ্য ফাঁস করলেন ডি মারিয়া!

মেসির গোলের কৌশলের গোপন তথ্য ফাঁস করলেন ডি মারিয়া!

স্পোর্টস ডেস্ক: মেসির (Lionel Messi) গোলের প্রসঙ্গে খোলামেলা আলোচনায় ডি মারিয়া (Angel Di Maria) বলেন, মেসির কাছে তাঁর ডেলিভারি একটা ‘‌টার্ড’‌ ছিল। কিন্তু তিনি এর দারুণ ব্যবহার করেছেন, যা তিনি সবসময় করে থাকেন। ডি মারিয়ার কথায়, ‘‌মেসির ওই গোলের এক মিনিট আগে আমারা দুজনে কথা বলেছিলাম। মেসি বলেছিল, মেক্সিকোর (Argentina vs Mexico) ডিফেন্ডাররা অনেকটা নীচের দিকে নেমে আসছে।

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার রাস্তা কঠিন করে ফেলেছিল আর্জেন্টিনা। স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য মেক্সিকোর বিরুদ্ধে জেতা ছাড়া রাস্তা ছিল না আর্জেন্টিনার সামনে। আর্জেন্টিনার ভক্তরা তাকিয়ে ছিল লিওনেল মেসির দিকে। দলের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য তাঁকে জ্বলে উঠতেই হত। 

দলের প্রয়োজনে সঠিক সময়ে জ্বলে ওঠেন মেসি। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি বক্সের বাইরে থেকে একটি সুন্দর গোল করে দলকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন। 

মেসির এই দুর্দান্ত গোল বিশ্বের ভক্তদের কাছ থেকে প্রচুর প্রশংসা অর্জন করেছে।মেসির এই গোলের কারিগর অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসির অবিশ্বাস্য গোলে সহায়তার জন্য তাঁকে কৃতিত্ব দিতেই হবে। মেসির এই অত্যাশ্চর্য গোলের কৌশল আগেই তৈরি হয়েছিল। সেই গোপন তথ্য ফাঁস করেছেন ডি মারিয়া।

মেসির গোলের প্রসঙ্গে খোলামেলা আলোচনায় ডি মারিয়া বলেন, মেসির কাছে তাঁর ডেলিভারি একটা ‘‌টার্ড’‌ ছিল। কিন্তু তিনি এর দারুণ ব্যবহার করেছেন, যা তিনি সবসময় করে থাকেন। 

ডি মারিয়ার কথায়, ‘‌মেসির ওই গোলের এক মিনিট আগে আমারা দুজনে কথা বলেছিলাম। মেসি বলেছিল, মেক্সিকোর ডিফেন্ডাররা অনেকটা নীচের দিকে নেমে আসছে, ভেতরে জায়গা সংকীর্ণ করছে। 

ওদের ডিফেন্সের সামনের জায়গা উন্মোচিত হবে। আমাকে বলেছিল ওই জায়গায় বল দেওয়ার জন্য। আমি এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম। মুহূর্তটা আসার সঙ্গে সঙ্গে মেসিকে বল দিয়েছিলাম। 

সেই বল থেকে দারুণ গোল করেছে। ওই গোল বর্ণনা করার মতো ভাষা আমার নেই। ক্লাব পর্যায়ে বিশ্বের সেরা খেলোয়াড়ের সাথে খেলার সুযোগ পেয়েছি। জাতীয় দলে ১৪ বছর ধরে। আমার জন্য লিওই সবকিছু।’

ডি মারিয়া আরও বলেছেন, ‘‌মেসি নিজেই মেক্সিকোর পরিকল্পনায় রক্ষণাত্মক দুর্বলতা খুঁজে পেয়েছিল। অন্যদেরও একটা নির্দিষ্ট জায়গায় ও উপযুক্ত পরিস্থিতিতে তাঁকে গোল করার জন্য বল দিতে বলেছিল। 

সেই পরিস্থিতি এলে বল জালে জড়ায়। আমি তাকে বল দিয়েছিলাম ঠিকই, কিন্তু মেসি সমাধান খুঁজে বার করেছিল। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, বলটা মেসির কাছে পৌঁছেছিল।’‌ 

মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচটা যে সহজ হবে না, জানত আর্জেন্টিনা শিবির। সেই মতো পরিকল্পনা করেছিলেন বলে দাবি ডি মারিয়ার। তিনি বলেন, আমরা জানতাম প্রথম ৪৫ মিনিট খুব জটিল হবে।

মেক্সিকো জানত আমাদের সঙ্গে ড্র করতে পারলে অদের সুবিধা হবে। কারণ তাদের শেষ খেলা সৌদি আরবের বিপক্ষে। সৌদির বিরুদ্ধে ওরা জয় পেতে পারে। সেই লক্ষ্যেই ওরা খেলছিল।’‌ মেসি গোলের দরজা খুলে দেওয়ার পর এঞ্জো ফার্নান্ডেজ ২–০ করে দলের জয় নিশ্চিত করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে