মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১০:১২:৩৭

মেসিকে হুমকি! একটি ভিডিওকে ঘিরে ঘটনার সূত্রপাত

মেসিকে হুমকি! একটি ভিডিওকে ঘিরে ঘটনার সূত্রপাত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে ফুটবল খেলতে গিয়ে কঠিন হুমকির মুখে পড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসি। এই মহাতারকাকে হুমকি দিয়েছেন মেক্সিকোর তারকা বক্সার এবং বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন কানেলো আলভারেজ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় এই মেক্সিকান লিখেছেন, ‘ঈশ্বরের দোহাই, মেসি যাতে আমার সামনে না পড়েন!’

ঘটনার সূত্রপাত, একটি ভিডিওকে ঘিরে। যেই ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপের মঞ্চে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ শেষে লকার রুমে অন্য সবার সঙ্গে জয় উদযাপন করছেন মেসি। 

ঠিক সেই সময় মেসির সামনে পড়ে থাকা একটি মেক্সিকান জার্সিতে আচমকা পা লেগে যায় এই আর্জেন্টাইন তারকার। সেই ভিডিও সামনে এনে টুইটারে মেসিকে নিয়ে ক্ষোভ জানিয়ে হুমকি দেন আলভারেজ।

সেই টুইটে মেক্সিকান বক্সার লেখেন, ‘আপনারা কী দেখেছেন, মেসি রুমের ফ্লোর পরিষ্কার করছে আমাদের জার্সি এবং পতাকা দিয়ে? সে কীভাবে আমার দেশকে অসম্মান করল? ঈশ্বরের দোহাই, সে যেন আমার সামনে না পড়ে!

আমি যেমন আর্জেন্টিনাকে সম্মান করি, তারও আমার দেশ মেক্সিকোকে সম্মান করা উচিত! আমি সামগ্রীকভাবে দেশের কথা বলছি না। কেবল মেসি যে বুলশিট করেছে সে বিষয়ে বলছি।’

আলভারেজের এমন হুমকির পর মেসির পাশে দাঁড়িয়েছে তারই প্রিয় বন্ধু এবং সাবেক সতীর্থ সার্জিও কুন অ্যাগুয়েরো। এক টুইট বার্তায় মেসিকে সমর্থন জানিয়ে মেক্সিকান বক্সার আলভারেজকে উদ্দেশ্য করে অ্যাগুয়েরো লেখেন,

‘মিস্টার কানেলো, এখানে কোনও অযুহাত বা সমস্যা খুঁজবেন না। আমি নিশ্চিত, আপনি ফুটবল খেলা এবং এরপরে লকার রুমের পরিস্থিতি সম্পর্কে জানেন না।

আমাদের জার্সিগুলো ঘামে ভিজে থাকায় সবসময় ফ্লোরেই থাকে এবং আপনি যদি ভালো করে খেয়াল করে থাকেন, তার মুভমেন্টের কারণেই অসাবধানতাবশত জার্সিতে বুট লেগে গেছে।’

উল্লেখ্য, কাতার বিশ্বকাপের মঞ্চে 'সি' গ্রুপের ম্যাচে মেক্সিকোকে ২-০ গোল ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। ফলে ৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মঞ্চে টিকে থাকলো আর্জেন্টিনা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হার দেখেছিল আর্জেন্টাইনরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে