মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১০:২৪:০৩

বিশ্বকাপে একমাত্র দল হিসেবে যে রেকর্ড গড়ল ব্রাজিল!

বিশ্বকাপে একমাত্র দল হিসেবে যে রেকর্ড গড়ল ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক: ম্যাচের আগে বিষয়টা ছিল কখনও বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারাতে পারেনি ব্রাজিল। ফুটবলের সেরা মঞ্চে দুই দলের মুখোমুখি দেখা হয় দুই বার। 

রাশিয়া বিশ্বকাপে দুটি দলের দেখার ম্যাচে ১-১ ড্র হয়। তার আগে ১৯৫০ সালের বিশ্বকাপ খেলেছিল দুই দল। সে বারও ম্যাচটি ২-২ ব্যবধানে শেষ হয়। তবে সোমবার স্টেডিয়াম ৯৭৪-এ সেই অতীত রেকর্ড ভেঙে দিল সেলেসাওরা। ১-০ ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলোর স্থান নিশ্চিত করেছে রিচার্লিসন-রাফিনিয়ারা। তবে এমন দিনে বিশ্বকাপের গ্রুপপর্বে অপরাজিত থাকার অনন্য রেকর্ডও গড়েছে লাতিন দলটি। 

সবশেষ ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপপর্বে হেরেছিল ব্রাজিল। সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হারে তারা। এরপরে সেলেসাওদের গল্পটা কেবল দাপটের। 

বিশ্বচ্যাম্পিয়নরা। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে হওয়া দুই ম্যাচেও কেউ হারাতে পারেনি তিতের দলকে। যার ফলে বিশ্বকাপের গ্রুপ ম্যাচে ১৭ ম্যাচ অপরাজিত থার কীর্তি গড়েন লাতিন দলটি। পরিসংখ্যান বলে, এই মাইলফলক স্পর্শের যাত্রায় মোট অনুষ্ঠিত ১৭টি ম্যাচের ১৪ টিতে জিতেছে তারা। বাকি তিনটি ম্যাচ হয়েছে ড্র।

আজ স্টেডিয়াম ৯৭৪-এ সুইজারল্যান্ডের বিপক্ষে ক্যাসেমিরোর একমাত্র গোলে জয় পায় শিরোপাপ্রত্যাশী দলটি। বিশ্বকাপে সুইসদের বিপক্ষে এটাই প্রথম জয় ব্রাজিলের। দলের সেরা তারকা নেইমার ইনজুরির কারণে খেলতে না পারায় এ ম্যাচে ভিন্ন কৌশল গ্রহণ করেছিলেন ব্রাজিল কোচ তিতে। যার ফলে ৪-৩-৩ ফর্মেশনে খেলান এই কোচ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে