শনিবার, ০৩ ডিসেম্বর, ২০২২, ০৬:১৬:০৪

ব্রাজিল দলে আরেক দুঃসংবাদ, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা ফরোয়ার্ড

ব্রাজিল দলে আরেক দুঃসংবাদ, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা ফরোয়ার্ড

স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে মাঠের বাইরে দলের সেরা ফুটবলার নেইমার। গ্রুপ পর্বে এক ম্যাচ খেলেই সাইডলাইনে। নকআউট পর্বে সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তার দলে থাকা নিয়েও আছে শঙ্কা। এরমধ্যে আরেক দুঃসংবাদ ব্রাজিলের। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা ফরোয়ার্ড।

ফেভারিটদের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের কাতার বিশ্বকাপ শেষ। জেসুস বিশ্বকাপের বাকি অংশ মিস করবেন। হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গেলেন তিনি। ডাক্তারি পরীক্ষা শেষে শনিবার এই দুঃসংবাদ এসেছে গণমাধ্যমে।

শুক্রবার রাতে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন জেসুস। অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই আর্সেনাল তারকাকে। গতবার রাশিয়া বিশ্বকাপে কোনো গোল না পাওয়া জেসুস এবার কাতার বিশ্বকাপেও গোলের দেখা পাননি।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতে ব্রাজিল। জিতলেও ম্যাচের ৭৯তম মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছে নেইমারকে। এই পিএসজি তারকা কবে মাঠে ফিরবেন সেটা এখনো নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে জেসুসের ইনজুরি চিন্তা বাড়িয়ে দিয়েছে ব্রাজিল শিবিরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে