রবিবার, ০৪ ডিসেম্বর, ২০২২, ০১:৫৮:০৭

বিসিসিআইয়ের বিবৃতি, একেবারেই বাদ ঋষভ পান্থ!

বিসিসিআইয়ের বিবৃতি, একেবারেই বাদ ঋষভ পান্থ!

স্পোর্টস ডেস্ক: ঋষভ পান্থকে একেবারে বাদই দিয়ে দিল টিম ইন্ডিয়া। প্ৰথম ওয়ানডেতে নামার আগেই বিসিসিআইয়ের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দিল, বাংলাদেশ সফরে ওয়ানডে স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়া হল তারকাকে। তবে কেন রিলিজ করা হল, তাঁর উপযুক্ত কারণ জানানো হয়নি। কোনও পরিবর্তও নেওয়া হয়নি।

বাংলাদেশের বিরুদ্ধে শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে প্ৰথম ওয়ানডের আগে টসের সময়ে ক্যাপ্টেন রোহিত শর্মা জানিয়ে দেন, স্কোয়াডে বেশ কয়েকজনের সমস্যা রয়েছে। কেএল রাহুলকে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলানো হচ্ছে। প্ৰথম ওয়ানডেতে অভিষেক ঘটালেন আইপিএলে নজরকাড়া কুলদীপ সেন।

গত একবছর ধরেই সীমিত ওভারের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না পান্থের। একদমই ব্যাট হাতে রান পাচ্ছিলেন না তিনি। নিউজিল্যান্ড সফরে ভাইস ক্যাপ্টেনও ছিলেন। তবে গোটা কিউই সিরিজে পান্থের অবদান ছিল মাত্র ১২.৫০ গড়ে ২৫ রান। দুই ইনিংসে ব্যাট হাতে পন্থ করেছেন যথাক্রমে ১৫ এবং ১০ রান।

বারবার ব্যর্থ পন্থকে টেনে খেলিয়ে যাওয়ার জন্য সমালোচনার মুখে পড়েছিল টিম ম্যানেজমেন্টও। সঞ্জু স্যামসন, ঈশান কিষানদের কেন উপেক্ষা করা হচ্ছে, সেই প্রশ্ন উঠে গিয়েছিল। এমন আবহেই বোর্ডের তরফে পান্থকে রবিবার রিলিজ করে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে