রবিবার, ০৪ ডিসেম্বর, ২০২২, ০৩:১২:১২

টাইগারদের বোলিং আক্রমণে ২০০ রানও করতে পারলো না ভারত

টাইগারদের বোলিং আক্রমণে ২০০ রানও করতে পারলো না ভারত

স্পোর্টস ডেস্ক: ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। লিটনের এই সিদ্ধান্ত বাংলাদেশকে ইতিবাচক ফল দিয়েছে। প্রথমে ব্যাটে নেমে শক্তিশালী ভারত ২০০ রানের গণ্ডি পার করতে পারলো না।

সবচেয়ে কার্যকরী ছিল সাকিব আল হাসান। ১০ ওভার বোলিং করে মাত্র ৩৬ রান দিয়ে তুলে নিয়েছেন ৫টি উইকেট। যার মধ্যে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটসম্যানরা ছিলেন। ১৮৬ রানেই অল-আউট হয়ে যায় ভারত।

৬ ওভার চলাকালে মেহেদি হাসান মিরাজের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন শেখর ধাওয়ান। ১৭ বলে ৭ রান করেন গব্বর। মারেন ১টি চার। ভারত ২৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। মেহেদি ২ ওভারে ১টি মেডেনসহ ১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। রোহিত ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১২ রান করেছেন।

৭ম ওভারে হাসান মাহমুদের পঞ্চম বলে ছক্কা মারেন রোহিত শর্মা। অষ্টম ওভারে মেহেদি হাসানের পঞ্চম বলে চার মারেন হিটম্যান। ৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩৫ রান। ২৪ বলে ২২ রান করেছেন রোহিত। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা।

১০ ওভারের পাওয়ার প্লে-তে ভারত ১ উইকেটের বিনিময়ে ৪৮ রান সংগ্রহ করে। পাওয়ার প্লে-র ঠিক পরেই বল করতে আসেন সাকিব আল হাসান। ১০.২ ওভারে সাকিবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। ৩১ বলে ২৭ রান করেন রোহিত। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ভারত ৪৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার।

একই ওভারে জোড়া সাফল্য সাকিব আল হাসানের। রোহিতকে ফেরানোর পরে সেই ওভারের চতুর্থ বলে সাকিব তুলে নেন বিরাট কোহলির উইকেট। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৯ রান করে লিটনের হাতে ধরা দেন কোহলি। ভারত ৪৯ রানে ৩ উইকেট হারায়। 

ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। সাকিব নিজের প্রথম ওভারে ১ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। রোহিত, কোহলি, ধাওয়ানকে হারিয়ে বিপাকে পড়ে ভারত। তার আর কাটিয়ে উঠতে পারেনি। দুটি মেডেন ওভারসহ ৫টি উইকেট নিয়ে সফল বোলার ছিল সাকিব। অন্যদিকে ৭০ বলে ৭৩ রান করে সফল ব্যাটসম্যান ছিলেন কেএল রাহুল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে