রবিবার, ০৪ ডিসেম্বর, ২০২২, ০৩:৪৪:০৮

এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর, কোরিয়ার বিরুদ্ধে খেলবেন নেইমার!

এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর, কোরিয়ার বিরুদ্ধে খেলবেন নেইমার!

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ানদের জন্য এই মুহূর্তে এর থেকে বড় খবর আর কী হতে পারে? নেইমার শুধু বল নিয়ে প্র্যাকটিসেই নেমে পড়লেন না, গোলও করলেন। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে, সোমবার প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দলে থাকবেন নেইমার। 

তবে শুরু থেকে খেলবেন, নাকি প্রয়োজন বুঝে পরে মাঠে নামবেন, এদিন সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেননি ব্রাজিল কোচ। জানিয়েছেন, রবিবার বিকালে আরও একবার নেইমারকে প্র্যাকটিসে দেখে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে চূড়ান্ত একাদশ তৈরি করবেন। তবে এদিন প্র্যাকটিসে নেইমার গোল করতেই স্বস্তি ফিরে পেলেন ব্রাজিলিয়ান সমর্থকরা।

৯ দিন বিশ্রাম নেওয়ার পর অবশেষে বল নিয়ে প্র্যাকটিসে নামলেন নেইমার। যদিও সংবাদমাধ্যমকে ব্রাজিলিয়ান তারকার প্র্যাকটিসই দেখতে দিলেন না কোচ তিতে। তাতে অবশ্য ভিতরের প্র্যাকটিসের খবর বাইরে আসতে খুব বেশি সময় লাগেনি। দল সূত্রে যতটুকু জানা গিয়েছে, শুরুতে দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে না করে আলাদা বল নিয়ে প্র্যাকটিস করেছেন নেইমার।

সঙ্গে চোটের তালিকায় থাকা আরেক ফুটবলার লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রোরও। তিনিও নেইমারের মতোই বল নিয়ে আলাদা প্র্যাকটিস করেন। কিছুটা ভাল অবস্থা দানিলোর। তিনি দলের অন্য ফুটবলারদের সঙ্গে শুরু থেকেই প্র্যাকটিস করেছেন। 

তবে যেভাবে দলে প্রতিদিন একের পর এক চোট বাড়ছে, তাতে স্বভাববিরুদ্ধ ভাবে ক্লোজড ডোর প্র্যাকটিসের মাত্রাও বাড়িয়ে দিয়েছেন তিতে যাতে চোট পাওয়া ফুটবলারদের জায়গায় নতুন করে কাদের ভাবছেন, প্র্যাকটিস দেখে বুঝতে না পারে সংবাদমাধ্যম। দোহাতে এসে তাই স্বভাববিরুদ্ধ ভাবেই সংবাদমাধ্যমের সঙ্গে হঠাৎই লুকোচুরি শুরু করে দিয়েছেন ব্রাজিলিয়ান কোচ।

ক্লোজড ডোর অনুশীলন করলেও নেইমার যখন টিম বাস থেকে ভিনিসিয়াস জুনিয়রদের সঙ্গে নামছিলেন, তখনই দেখে ফেলে সংবাদমাধ্যম। আর তারপরেই ভিতর থেকে ব্রাজিলিয়ান সাংবাদমাধ্যমের কাছে যা খবর আসে, তাতে জানা যায় বল নিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। এর কিছুক্ষণ পরেই জানা যায়, ছোট জায়গার মধ্যে কম ফুটবলার নিয়ে ম্যাচ খেলাচ্ছেন তিতে। 

তাতে একটা গোল করে সতীর্থদের সঙ্গে মজাও করতে শুরু করে দেন নেইমার। ৯ দিন পর প্র্যাকটিসে নেমে নেইমারের গোলের খবর বাইরে আসতেই, শিবিরের বাইরে অপেক্ষায় থাকা ব্রাজিলিয়ান ফ্যানরা উচ্ছ্বসিত হয়ে পড়েন। কিন্তু তাতেও তিতে এদিন পরিস্কার করে জানালেন না, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নেইমার শুরু থেকেই খেলবেন কি না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে