সোমবার, ০৫ ডিসেম্বর, ২০২২, ১২:২৮:৫৫

বিশ্বকাপের মধ্যে বান্ধবী ও পরিবারের সঙ্গে ছুটিতে রোনালদো

বিশ্বকাপের মধ্যে বান্ধবী ও পরিবারের সঙ্গে ছুটিতে রোনালদো

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ কোরিয়ার কাছে হারের কাঁটা নিয়েই মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে সুইজ়ারল্যান্ডের বিরুদ্ধে নামবে পর্তুগাল। ম্যাচের দুইদিন আগে অবশ্য ফুরফুরে মেজাজেই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার বান্ধবী জিয়োর্জিনা রদ্রিগেস, বোন কাতিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কাতারে ঘুরতে বেরিয়েছিলেন রোনালদো। 

গণমাধ্যমে বিশ্বকাপের মধ্যে বান্ধবী ও পরিবারের সঙ্গে ছুটিতে রোনালদোর সেই ছবি জিয়োর্জিনা পোস্ট করায় পর্তুগাল সমর্থকদের একাংশ ক্ষোভ উগরে দিয়েছেন। লিখেছেন, ‘‘দক্ষিণ কোরিয়ার কাছে হারের পরে রোনালদো আপনি কী করে এত খুশি রয়েছেন? সামনেই সুইজ়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচ। দয়া করে এখন খেলায় মন দিন।’’ 

বিরক্ত পর্তুগালের সাংবাদিকরাও। বলছিলেন, ‘‘রোনালদোর এখন খেলার চেয়েও অন্যান্য বিষয়ে বেশি মাথা ঘামাচ্ছে। শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখার জন্য ওর উচিত আরও বেশি পরিশ্রম করা। সুইজ়ারল্যান্ড দারুণ শক্তিশালী দল। ব্রাজিলকে প্রায় আটকেই দিয়েছিল। কাসেমিরোর গোলে কোনও মতে মানরক্ষা হয়। শুরু থেকেই চেষ্টা করবে রোনালদোকে স্বাভাবিক খেলা খেলতে না দেওয়ার।’’

পর্তুগালের সাংবাদিকদের আশঙ্কাই ঠিক। সুইস তারকা জ়ারদান শাকিরি ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগেই হুঙ্কার দিলেন। জানালেন, পর্তুগালকে খালি হাতে দেশে ফেরানোর জন্য তৈরি। আল্‌পসের মেসি বলেছেন, ‘‘পর্তুগালের বিরুদ্ধে ভাল খেলতেই হবে। এই ম্যাচে বিশেষজ্ঞরা পর্তুগালকেই এগিয়ে রাখছেন। এই কারণেই নিজেদের উজাড় করে দিতে হবে।’’ 

এর পরেই হাসতে হাসতে যোগ করেন, ‘‘আমাদের দলে কোনও ক্রিশ্চিয়ানো নেই। এটাই সবচেয়ে ইতিবাচক। আমরা একটা দল হিসেবে খেলি। পর্তুগালের বিরুদ্ধেও তার ব্যতিক্রম হবে না। সব ঠিক থাকলে শেষ আটে যোগ্যতা অর্জন করব বলেই আশা করছি।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে