সোমবার, ০৫ ডিসেম্বর, ২০২২, ০৩:৩৫:২৯

অসুস্থ ফুটবল সম্রাটকে আগলে রেখেছেন, পেলের এই জাপানি স্ত্রীর পরিচয় জেনে নিন!

অসুস্থ ফুটবল সম্রাটকে আগলে রেখেছেন, পেলের এই জাপানি স্ত্রীর পরিচয় জেনে নিন!

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তির 'জাপানিজ ওয়াইফ'। ৮২ বছরের অসুস্থ পেলের তৃতীয় স্ত্রী তার সর্বক্ষণের ছায়াসঙ্গী। সাও পাওলোর হাসপাতালে পেলের সঙ্গেই রয়েছেন। কে এই মহিলা? দম্পতির কি সন্তান রয়েছে? অসুস্থ ফুটবল সম্রাটকে আগলে রেখেছেন, পেলের এই জাপানি স্ত্রীর পরিচয় জেনে নিন!

ফুটবল সম্রাটের তৃতীয় স্ত্রীর নাম মার্সিয়া চিবেলে আওকি। জাপানি বংশোদ্ভুত মার্সিয়ার জন্ম সাও পাওলোতে। ব্রাজিলের স্কুল, কলেজে পড়াশোনা শেষ করেছেন। এরপর মেডিকেল সাপ্লাই সেক্টরে কেরিয়ার শুরু করেন। ১৯৮০ সালে নিউইয়র্কের একটি পার্টিতে প্রথমবার একে অপরকে দেখেন পেলে-আওকি। 

প্রথম দর্শনেই প্রেম। শোনা যায়, ২০১০ সাল পর্যন্ত এই সম্পর্কের কথা কেউ ঘূণক্ষরেও টের পায়নি। ২০১০ সালের পর বহু জায়গায় দু'জন ক্যামেরাবন্দি হলেও সম্পর্কে শিলমোহর দেননি তারা। ২০১৬ সালে ৭৫ বছর বয়সে তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেন পেলে। পাত্রী দীর্ঘদিনের বান্ধবী ৫০ বছরের মার্সিয়া চিবেলে আওকি।

কিংবদন্তি ফুটবলারের জাপানি বউ এবং একজন সফল ব্যবসায়ীও বটে। অসুস্থ পেলেকে সবসময় আগলে রাখেন। পেলে-আওকির কোনও সন্তান নেই। আগের দুই স্ত্রী এবং কয়েকটি বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে মোট সাতটি ছেলেমেয়ে রয়েছেন তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবল সম্রাটের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে