মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০২২, ০৬:৫৭:০০

স্বর্ণের চেইন পরে খেলতে নেমে রোষের মুখে ফ্রান্সের ফুটবলার

স্বর্ণের চেইন পরে খেলতে নেমে রোষের মুখে ফ্রান্সের ফুটবলার

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে স্বর্ণের চেইন গলায় দিয়ে খেলতে নেমে বিপাকে ফ্রান্সের ফুটবলার জুলস কৌন্ডে। পোল্যান্ডের বিপক্ষে স্বর্ণের চেইন পরে খেলতে নেমে কোচের রোষের মুখে পড়েছেন ফ্রান্সের ফুটবলার। 

কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, তিনি জানতেন না যে কৌন্ডে সোনার হার পরে খেলতে নেমেছেন। জানলে সেটা কখনই হতে দিতেন না। ফ্রান্সের কোচ বলেন, স্বর্ণের হার পরে ওর খেলা উচিত হয়নি। আমি জানতাম না যে ও হার পরে আছে। আমি জানি সে একটু কুসংস্কারে বিশ্বাসী। 

ফ্রান্সের কোচ আরও বলেন, অনুশীলনেও হার পরে খেলে কৌন্ডে। আমি জানি না, হারের গুরুত্ব ওর কাছে কতটা। কিন্তু আমি যদি আগে থেকে দেখতে পেতাম তাহলে ওর কপালে দুঃখ ছিল।

খেলার শুরু থেকেই স্বর্ণের হার পরেছিলেন কৌন্ডে। ৪১ মিনিটে রেফারি জেসুস ভালেনজুয়েলা নির্দেশ দেন হার খুলে রাখতে। রেফারির নির্দেশের পরে কৌন্ডের হার খুলে নেন ফ্রান্সের সহকারী কোচ। কিন্তু তাকে মাঠে কেন স্বর্ণের হার পরে নামতে দেওয়া হলো সেটা নিয়েই উঠেছে প্রশ্ন। 

এ ঘটনায় ফিফা চাইলে শাস্তিও দিতে পারে; কিন্তু এখনো পর্যন্ত কৌন্ডের বিষয়ে কিছু বলেনি ফিফা। ফুটবলের নিয়ম অনুযায়ী হার, আংটি, ব্রেসলেট, কানের দুল, চামড়ার ব্যান্ড, রাবার ব্যান্ড ইত্যাদি পরে মাঠে নামা নিষিদ্ধ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে