মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০২২, ১১:১০:২৭

মেসির সঙ্গে এমন ইচ্ছা কী পূরণ হবে?

মেসির সঙ্গে এমন ইচ্ছা কী পূরণ হবে?

স্পোর্টস ডেস্ক: চলতি কাতার বিশ্বকাপে সামনের ধাপে এগোনোর যে লাইনআপ, তাতে ফাইনালের আগে আর্জেন্টিনা-স্পেনের দেখা হওয়ার সুযোগ নেই। আর্জেন্টিনা নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হলেও ‘ই’ গ্রুপে জাপানের পেছনে থেকে রানার্সআপ হয়েছে স্পেন। যে কারণে দুই দলের সেমিফাইনালের পথ দুই দিকে চলে গেছে। দুই দলই যদি নকআউটের বাকি ম্যাচগুলো জিততে পারে, তাহলে ১৮ ডিসেম্বর দেখা হবে লুসাইল আইকনিক স্টেডিয়ামে।

এখন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রিও সেই দিনটির অপেক্ষা করছেন। আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল খেলে ম্যাচ শেষে মেসির সঙ্গে জার্সি বদলানোর ইচ্ছা তাঁর, ‘শেষবেলার জন্য যে দৃশ্যটি আমি কল্পনা করছি, সেটি হচ্ছে লিওর সঙ্গে জার্সি বদলানো।’ কোয়ার্টার ফাইনালে ওঠার পথে স্পেনের প্রতিপক্ষ মরক্কো, ম্যাচটি আজ। মেসির আর্জেন্টিনা অবশ্য এরই মধ্যে শেষ আটে উঠে গেছে। আর এই অবস্থায় মেসির সঙ্গে এমন ইচ্ছা কী পূরণ হবে?

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসির খেলায় মুগ্ধতার কথা জানিয়েছেন পেদ্রি, ‘আর্জেন্টিনায় খুব ভালো মানের খেলোয়াড় আছে। ওদের দলে বিশ্বের সেরা খেলোয়াড়টিও আছে। আমার জীবনে দেখা সেরা খেলোয়াড় লিও। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর গোলটিই ব্যবধান গড়ে দিয়েছে।’

এ সময় পেদ্রি বলেন, ‘মাঠে এবং মাঠের বাইরে তাঁর সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়েছি। অসাধারণ মানুষ। আশা করি তিনি একদিন ফিরে আসবেন। যখনই সুযোগ পাই ওনার খেলা দেখি। তাঁর খেলা দেখেই অনেক কিছু শিখি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে