মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০২২, ১১:৪৬:০৪

এবারের বিশ্বকাপে যে দলকে সবচেয়ে ভয়ঙ্কর বললেন ক্রোয়েশিয়া কোচ

এবারের বিশ্বকাপে যে দলকে সবচেয়ে ভয়ঙ্কর বললেন ক্রোয়েশিয়া কোচ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে যেকোন দলেরই কিছুটা ভয় পাওয়ার কথা। কাতার বিশ্বকাপে সেই ব্রাজিলের সবচেয়ে ভয়ঙ্কর রূপটা দেখেছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করছে নেইমার ভিনিসিয়ুসরা। কোয়ার্টারে ব্রাজিল এবার মুখোমুখি গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার। ইউরোপিয়ান দলটির কোচ জ্লাতকো দালিচও মানছেন এই ব্রাজিল দল বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর দল ।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ার কোচ দালিচ বলেন, ‘ব্রাজিলের টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী এবং সেরা দল। আপনি যদি তাদের খেলোয়াড় এবং তাদের সামর্থ্য দেখেন এটা খুবই ভয়ঙ্কর একটি দল। এমন একটা দলের বিপক্ষে, এত দারুণ খেলোয়াড়দের বিপক্ষে আমাদেরকে সামনের ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে। আমাদেরকে ম্যাচটা দারুণভাবে শুরু করতে হবে।’

গত বিশ্বকাপের দলটির ভেতর থেকে এখনো কিছু খেলোয়াড় রয়েছেন এবারের ক্রোয়েশিয়া দলে। দালিচ বলেন, ‘আমাদেরকে ভয় পেলে চলবে না। নিজেদের উপর বিশ্বাস রেখে সুযোগের অপেক্ষা করতে হবে। 

আমরা ব্রাজিলের বিপক্ষে খেলব, আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। কিন্তু অবশ্যই আমরা এখনই হাল ছাড়ছি না, নিজেদের সেরাটা দিয়েই মোকাবেলা করবো তাদের। বিশ্বকাপের অন্য ম্যাচগুলোর থেকে এই ম্যাচটি হবে একদমই আলাদা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে