বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর, ২০২২, ০৯:৪০:০২

আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব, নাম আছে মোস্তাফিজ ও মিরাজের

আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব, নাম আছে মোস্তাফিজ ও মিরাজের

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। আর এই সিরিজে বল হাতে দুর্দান্ত টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বল হাতে ৫ উইকেট শিকার করেন সাকিব। এরপর গতকাল দ্বিতীয় ম্যাচেও তুলে নিয়েছেন দুই উইকেট। এমন পারফরম্যান্সের পর অবশ্য আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব।

গতকাল আইসিসি ওয়ানডে বোলারদের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করে। সেই র‍্যাঙ্কিয়ে সাত ধাপ এগিয়ে বর্তমানে নবম স্থানে ওঠে এসেছেন ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাত ধাপ এগিয়ে ৬৪৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ওঠে এসেছেন তিনি। অপরদিকে এক ধাপ পিছিয়ে ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশে রয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এছাড়া ফর্মের তুঙ্গে থাকা মেহেদী হাসান মিরাজ অবশ্য দুই ধাপ পিছিয়ে ৬৪৮ পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকার আটে। 

আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। এছাড়া আছেন দুইয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, তিনে মিচেল স্টার্ক, চারে নিউজল্যিান্ডের ম্যাট হেনরি, পাঁচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ছয়ে আফগানিস্তানের রশিদ খান এবং সাতে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের শুরু থেকেই অনেক তারকা ফুটবলার ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। বিশ্বকাপের মাঝেও খেলতে গিয়ে নানাভাবে ইনজুরিতে পড়ছেন ফুটবলাররা। এবার সেই তালিকায় যোগ হয়েছেন আর্জেন্টিনার মধ্যমাঠের কাণ্ডারি রড্রিগো ডি পল। ডান পায়ের হাঁটুতে ব্যথা অনুভব করায় কোয়ার্টার ফাইনালে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে অনিশ্চিত তিনি।

আর্জেন্টিনার স্পোর্টস দৈনিক ইএসপিএন আর্জেন্টিনার খবর অনুযায়ী, আজকে অনুশীলনের আগেই ডান পায়ে ব্যথা অনুভব করেন ডি পল। পরে দেখা যায় তার ডান পায়ের হাঁটুতে ব্যথা রয়েছে যে কারণে দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি।

ইতোমধ্যে তাকে ছাড়াই দলের অনুশীলন করিয়েছেন স্কালোনি। শেষ পর্যন্ত যদি ডি পল মাঠে নাই নামতে পারে তাহলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জন্য এটি হবে বড় ধাক্কা। কেননা আর্জেন্টিনার মাঝমাঠের সেরা খেলোয়াড় তিনি। তার দলে না থাকাটা বেশ ভোগাবে স্কালোনিকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে