রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ১০:১৬:৩৮

এবার এক অনন্য উচ্চতায় বিরাট কোহলি!

এবার এক অনন্য উচ্চতায় বিরাট কোহলি!

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠে আবার যেন বিরাট কোহলির দাপট শুরু! এবার সেঞ্চুরি করেও থামেননি কোহলি। দেড়শ ছাড়ানো ইনিংস খেলেই মাঠ ছেড়েছেন তিনি। শেষ পর্যন্ত ১১০ বলের মোকাবিলায় ১৬৬ রান নিয়ে অপরাজিত থাকেন কোহলি। অসাধারণ ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৩টি চার ও ৮টি ছক্কায়।

প্রায় আড়াই বছর পর স্বরূপে ফিরেছেন বিরাট কোহলি। তার ব্যাটে বইছে রানের বন্যা। সব ফরম্যাট মিলিয়ে সর্বশেষ চার ইনিংসে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ‘কিং কোহলি’। আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিনি দেখা পেয়েছেন ক্যারিয়ারের ৭৪তম আন্তর্জাতিক সেঞ্চুরির। আর অসাধারণ এই সেঞ্চুরি তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আজ ঝোড়ো ব্যাটিংয়ে তিন অঙ্কের দেখা পেয়েছেন কোহলি। মাত্র ৮৫ বলে সেঞ্চুরি তুলে নেওয়ার পথে লঙ্কান বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন এই ভারতীয় ব্যাটার। হাঁকিয়েছেন ১০টি চার ও ১টি ছক্কা। ওয়ানডে ক্রিকেটে এটি তার ৪৬তম সেঞ্চুরি।

ওয়ানডে সেঞ্চুরির হিসাবে কোহলির সামনে আছেন শুধু শচীন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তির ঝুলিতে আছে ৪৯টি ওয়ানডে সেঞ্চুরি। ৪৬৩ ম্যাচ খেলে এই মাইলফলক গড়েছিলেন শচীন। তবে কোহলি ম্যাচ খেলেছেন অনেক কম। ২৬৮তম ম্যাচ খেলতে নামা এই ব্যাটার আর মাত্র ৪টি সেঞ্চুরি হাঁকালেই ছাড়িয়ে যাবেন শচীনকে।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকাতেও শচীনের পরেই অবস্থান কোহলির। এখন পর্যন্ত তার মোট সেঞ্চুরি ৭৪টি। আর শচীনের পাশে জ্বলজ্বল করছে ১০০টি সেঞ্চুরি। তিনে থাকা অজি কিংবদন্তি রিকি পন্টিং হাঁকিয়েছিলেন ৭১ সেঞ্চুরি। তবে একটা জায়গায় বাকি সবাইকে ছাড়িয়ে গেছেন কোহলি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে