সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ০৩:২৮:০১

রেফারিকে পিটিয়ে নজিরবিহীন কান্ড ঘটালেন ম্যান সিটির তারকা

রেফারিকে পিটিয়ে নজিরবিহীন কান্ড ঘটালেন ম্যান সিটির তারকা

স্পোর্টস ডেস্ক: যে কোনও ডার্বি ম্যাচ মানেই তুমুল উত্তেজনা। সেই দৃশ্য দেখা গেল ইংলিশ প্রিমিয়ার লিগের ডার্বিতেও। ম্যাচ শেষে রেফারিকে পিটিয়ে করে নজিরবিহীন কান্ড ঘটালেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার জ্যাক গ্রিলিশ। 

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ ছিল ম্যানচেস্টার সিটির। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ম্যান সিটিকে ২–১ ব্যবধানে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে প্রথমে জ্যাক গ্রিলিশের গোলে প্রথমে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। 

এরপর ব্রুনো ফার্নান্ডেজের বিতর্কিত গোলে সমতা ফেরায় ম্যানচেস্টার ইউনাইটেড। এই গোল নিয়েই যাবতীয় বিতর্ক। যা মেনে নিতে পারেননি জ্যাক গ্রিলিশ। রেফারির সিদ্ধান্তে অখুশি হয়ে ম্যাচের পর তার ওপর চড়াও হন।

এদিন ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ইউনাইটেডের। ইউনাইটেডের রক্ষণ ভেদ করে ঢুকতে পারছিলেন না ম্যান সিটির কোনও ফুটবলার। প্রথমার্ধে ইউনাইটেডের গোলে একটাও শট নিতে পারেনি ম্যান সিটির স্ট্রাইকাররা। ৫৭ মিনিটে ফিল ফোডেনের জায়গায় গ্রিলিশকে নামান গার্দিওলা। 

এর ২ মিনিট পরই ডান দিক দিয়ে ঢুকে কেভিন ডি ব্রুইন বল বাড়ান ইউনাইটেডের বক্সে। গ্রিলিশ হেড করে ম্যান সিটিকে এগিয়ে দেন। এই গোলের আগে অবশ্য ম্যান সিটি বল দখলে রাখা ছাড়া আর কোনও বলার মতো আক্রমণ করতে পারেনি। 

বরং প্রতি আক্রমণে মার্কাস রাশফোর্ডকে সামলাতে বেগ পেতে হয়েছে সিটির রক্ষণভাগকে। পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। ৭৮ মিনিটে কাসেমিরোর বাড়ানো বলে ফার্নান্দেজ সমতা ফেরান। এই গোলের সময় অবশ্য প্রথমে রাশফোর্ডকে অফসাইড ধরেছিলেন সহকারী রেফারি। 

রেফারি 'ভার'-এর সাহায্য নিয়ে গোলের সিদ্ধান্ত দেন। রাশফোর্ড যেহেতু বল ধরেননি, অফসাইডটা বাতিল করে দেন রেফারি। ঘটনার সময় এবং ম্যাচের পরে ম্যান সিটির বেশ কয়েকজন ফুটবলার রেফারিকে ঘিরে ধরেন।

যাদের মধ্যে গ্রিলিশ ছিলেন। তিনি রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন এবং ক্যামেরায় দেখা যায়, তিনি রেফারির গায়ে হাত তুলেছেন। এই ঘটনার ৪ মিনিট পর রাশফোর্ড নিজেই গোল করে দলকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন।

এরিক টেন হ্যাগ এত দিনে দলটাকে বেশ গুছিয়ে নিয়েছেন। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে আপাতত প্রিমিয়ার লিগেও পয়েন্ট তালিকায় ৩ নম্বরে টেন হাগের দল। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। শীর্ষে থাকা আর্সেনালের ১৭ ম্যাচে পয়েন্ট ৪৪। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে