মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ১২:০৪:৫২

এবার যে দলে যাওয়ার প্রস্তাবে রাজি হলেন মেসি!

এবার যে দলে যাওয়ার প্রস্তাবে রাজি হলেন মেসি!

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ও স্পেনকে মাতিয়ে ইতালি পাড়ি জমিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানেও ঠাঁই না হওয়ায় গিয়েছিলেন পুরোনো ডেরায়। তবে সেই ম্যানইউ রাখেনি সিআর সেভেনকে। ফলে সৌদির ক্লাব আল নাসের তুলে নিয়েছে রোনালদোকে। এই রোনালদোর সঙ্গে মিলে দাপুটে ফুটবল দ্বৈরথ জুটি তৈরি করেছিলেন লিওনেল মেসি। এই মেসি ঘিরে একটি স্বপ্ন এবার ভেঙে যাচ্ছে।

রোনালদো সৌদি আরবে গেলেও মেসি এখনও শীর্ষ পর্যায়ে খেলে যাচ্ছেন। কাতারে বিশ্বকাপও জিতেছেন লিও। কিছুদিন ধরে ৩৫ বছরের মেসিকে কেনার স্বপ্ন দেখছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। তারা স্বপ্ন দেখছিল মেসি-রোনালদোর মধ্যে আরেকটি বার্সা-রিয়ালের মতো দৌরাত্ম সৃষ্টি করার। 

তবে আল হিলালের ওই স্বপ্ন ভেঙে দিচ্ছে কাতারের পেট্রো ডলারের অর্থে চলা মেসির ক্লাব পিএসজি। কেননা আর্জেন্টাইন সুপারস্টার মেসির সঙ্গে দ্রুতই চুক্তি নবায়ন করতে যাচ্ছে ফরাসী ক্লাবটি। 

মেসির সঙ্গে পিএসজি’র চুক্তি শেষ হবে আসছে জুনে। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, মেসিকে দুই বছরের চুক্তির প্রস্তাব দিচ্ছে পিএসজি। সঙ্গে বেতন বাড়ানোর প্রস্তাবও আছে। ওই প্রস্তাবে পূর্ণ সমর্থন আছে লিও’র। চলতি মাসেই পিএসজি’র সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেন ক্ষুদে জাদুকর। 

এ থেকে বোঝা যাচ্ছে সৌদির লিগে খেলা হচ্ছে না মেসির। সেই সঙ্গে সৌদির মাঠে রোনালদো-মেসি দ্বৈরথ দেখার স্বপ্নও ভেঙে যাচ্ছে। তবে সব ঠিক থাকলে আগামী ১৯ জানুয়ারি মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-রোনালদো। ওইদিন রোনালদোর আল নাসের ও সৌদির অন্য ক্লাব আল হিলালের সমন্বয়ে গড়া দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে