মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ১০:২৬:২৯

কোহলিকে যা করতে হবে শচীনকে ছুঁতে জানালেন গাভাস্কার

কোহলিকে যা করতে হবে শচীনকে ছুঁতে জানালেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন বিরাট কোহলি। বেশ কিছু পরিসংখ্যানে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন কোহলি। 

তবে শচীনের ১০০টি সেঞ্চুরির মাইলফলক ছুঁতে আরও ২৬টি সেঞ্চুরি করতে হবে কোহলিকে। সেজন্য আরও মিনিমাম ৫ থেকে ৬ বছর খেলতে হবে তাকে। এমনটিই বলেছেন সুনীল গাভাস্কার।  

তিনি বলেছেন, কোহলি যদি আরও ৫-৬ বছর খেলে তাহলে ১০০টা শতরান করে ফেলবে। এতে কোনো সন্দেহ নেই। কারণ বছরে প্রায় ৬টা করে শতরান করে কোহলি। তাহলে ২৬টা শতরান করতে ওর ৫-৬ বছরই সময় লাগবে। তবে তার জন্য ৪০ বছর বয়স পর্যন্ত খেলতে হবে ওকে।

তিনি আও বলেন, শচীন ৪০ বছর পর্যন্ত খেলতে পেরেছে বলেই ১০০টা শতরান করেছে। কোহলি নিজের ফিটনেস নিয়ে সচেতন। এখনো সব থেকে দ্রুত ছুটতে পারে। এ বয়সেই যেভাবে সিঙ্গল-ডাবলস নেয় সেটা বাকিদের দেখে শেখা উচিত। এই ফিটনেস নিয়ে ৪০ বছর বয়স পর্যন্ত খেলা খুব কঠিন নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে