মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ০২:১৮:৩২

'রোনালদোকে বাস্তবটা বুঝতে হবে, ওর বয়স আর ২৫ নয়'

'রোনালদোকে বাস্তবটা বুঝতে হবে, ওর বয়স আর ২৫ নয়'

স্পোর্টস ডেস্ক: বয়স বাড়লে ধার কমে, এই সহজ সত্যিটা মেনে নিতে পারেন না অনেকেই। যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো ৩৭ বছর বয়স হয়েছে তার। কিন্তু এখনও তার বিশ্বাস, বছর দশেক আগে যেমন ম্যাচ উইনার ছিলেন, আজও তেমনই আছেন। 

তা যে সত্যি নয়, প্রমাণ হয়ে গিয়েছে দলবদলের বাজারে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর ইউরোপের কোনও টিমই সিআর সেভেনকে নিতে চায়নি। এমনকি, তিনি বারবার চাইলেও, অপেক্ষা করলেও পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদ আর ফেরাতে চায়নি রোনালদোকে। 

তাই অনেকটা বাধ্য হয়েই সৌদির ক্লাব আল নাসেরে সই করেছেন। যদিও বিপুল অর্থে গিয়েছেন। তার মানে এই নয় যে, রোনালদো-ম্যাজিক আজও একই রকম রয়ে গিয়েছে। আর সেই কথা মনে করিয়ে দিচ্ছেন কেউ কেউ। ৩১ বছর বয়সে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন এরিক কঁতোনা। 

৩৭ বছরেও দাপিয়ে খেলে বেড়াচ্ছেন রোনালদো। সিআর সেভেনের ফিটনেস নিয়ে মুগ্ধতা রাখার পাশাপাশি কঁতোনা এও মনে করিয়ে দিচ্ছেন, রোনালদোকে বাস্তবটা বুঝতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফুটবল স্কিলও কমছে তার। 

কঁতোনার স্পষ্ট মন্তব্য, ‘১২ বছর পর ও যখন ইউনাইটেডে ফিরেছিল, তখন কিন্তু এই ক্লাবটা অনেক বদলে গিয়েছিল। এই বদলটাই রোনালদো বুঝতে পারেনি। যে কারণে এই পরিবর্তনগুলো ওকে ভীষণ রকম চমকে দিয়েছিল। আমার মনে হয়, ফুটবলে দুই ধরনের প্লেয়ার রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘কেউ কেউ আমার মতো কম বয়সে ফুটবল থেকে অবসর নিয়ে নেয়। কেউ কেউ ৪০ বছর বয়স পর্যন্ত খেলে যায়। এক ধরনের প্লেয়াররা সব ম্যাচ খেলতে চায়। তারা ভুলে যায় যে, এখন আর তার বয়স ২৫ নয়। আর এক ধরনের ফুটবলার থাকে, যারা মেনে নেয় তাদের বয়স আর ২৫ নয়।’ 

কঁতোনা বলেন, ‘তারা আসলে এসেছে নতুন প্রজন্মকে সাহায্য করতে। তারা খুব ভালো করে জানে যে, তারা আর সব ম্যাচ খেলবে না। বাছাই কিছু খেলাই শুধু খেলবে। ইব্রাহিমোভিচ, সেই রকম প্লেয়ার। রায়ান গিগস, পাওলো মালদিনিরা সেই রকম ফুটবলার ছিল।’

গত মরসুম থেকেই রোনালদো সে ভাবে আর ছাপ রাখতে পারছেন না। ইউনাইটেডের হয়ে যদিও সবচেয়ে বেশি গোল ছিল তারই কিন্তু ম্যাচ জেতানোর ক্যারিশমা আর আগের মতো নেই। কঁতোনা তার বলেছেন, ‘রোনালদো বোধহয় বুঝতে পারে না যে, ওর বয়স আজ আর ২৫ নয়। ওর বয়স হয়েছে, সেটা বুঝতে হবে। ও সব ম্যাচ খেলবে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে