মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ০৫:৩৩:৪২

দর্শকের প্রশ্নের উত্তরে হৃদয় জিতলেন সূর্যকুমার

দর্শকের প্রশ্নের উত্তরে হৃদয় জিতলেন সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন কেরালায় দর্শকদের ফেভারিট। তিনি খেললেই মাঠে 'সঞ্জু ...সঞ্জু... ' জয়ধ্বনি শোনা যায়। কেরালার ক্রিকেটার স্বল্প সুযোগেই নিজেকে প্রমাণ করেছেন। আগ্রাসী স্ট্রোকপ্লেতে নিজের খেলায় প্রভাব ফেলেছেন তিনি। 

সে দেশের জার্সি হোক বা আইপিএল। দেখতে গেলে ভারতীয় ক্রিকেট ফ্যানরা ভালোবেসে ফেলেছেন সঞ্জুকে। এমনকী সঞ্জু না খেললেও, তার নামে গলা ফাটালেন একদল সমর্থক। শ্রীলঙ্কাকে ঘরে ডেকে হেলায় হারিয়েছে ভারত। তিন ম্যাচের টি-২০ সিরিজের পর ওয়ানডে সিরিজেও ভারত প্রতিবেশী রাষ্ট্রকে চুনকাম করেছে। 

গত রোববার ওয়ানডে সিরিজের তৃতীয় ও তথা নিয়মরক্ষার ম্যাচ হয়েছিল তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে। কেরলের রাজধানীতে খেলা হয়েছে। কিন্তু সঞ্জু ছিলেন না দলে। ম্যাচ চলাকালীন সূর্যকুমার যাদব বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন, তখনই কিছু দর্শক তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন?

প্রশ্নটি হিন্দিতে ছিল, 'Humara Sanju Kidhar Hai'! বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, 'আমাদের সঞ্জু কোথায়'? এই প্রশ্ন শুনে বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার হাতের অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দেন যে, সঞ্জু আছেন তার বুকেই। এটা দেখার পর কেরালার দর্শক আনন্দে ফেটে পড়েন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

তিরুঅনন্তপুরমে রোহিত শর্মার  ব্রিগেড ৩১৭ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সব চেয়ে বড় ব্যবধানে জয়ের ইতিহাস লেখে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারত ৫ উইকেট হারিয়ে ৩৯০ রান তুলেছিল। জবাবে শ্রীলঙ্কা ৭৩ রানে অলআউট হয়ে যায়। 

ডেড রাবারে শুভমান গিল (৯৭ বলে ১১৬) ও বিরাট কোহলিরা (১১০ বলে ১৬৬) শ্রীলঙ্কার বোলারদের ক্লাব স্তরে নামিয়ে এনেছিলেন। গত ৩ জানুয়ারি ৩ জানুয়ারি সঞ্জু, মুম্বাইয়ে ভারত বনাম শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। কিন্তু চোট পেয়ে বাকি সিরিজে আর তার মাঠে নামা হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে