মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ০৫:৫১:৩৫

কোনও বদল নয়, পাকাপাকি ভাবে এরাই ওপেন করুক: গৌতম গাম্ভীর

কোনও বদল নয়, পাকাপাকি ভাবে এরাই ওপেন করুক: গৌতম গাম্ভীর

স্পোর্টস ডেস্ক: ভারতে আসছে ক্রিকেটের অন্যতম দুই হেভিওয়েট দল-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। কেন উইলিয়ামসন, প্যাট কামিন্সদের  বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। চেতন শর্মার জাতীয় নির্বাচক কমিটি কিউয়িদের বিরুদ্ধে সাদা বলের সিরিজের জন্য দল ঘোষণা করেছে। 

পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া টেস্টের জন্যও দল বেছে নিয়েছেন নির্বাচকরা। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ডাক পেয়েছেন পৃথ্বী শ। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে ডাক পেয়েছেন ঈশান কিশান ও সূর্যকুমার যাদব। 

ভারত ব্য়াক-টু-ব্য়াক টি-২০ বিশ্বকাপে ব্যর্থ হয়েছে। মনে করা হচ্ছে যে, হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে এক নতুন টি-২০ দলকেই খেলানোর কথা ভাবছে ভারত। যে দলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো সিনিয়রদের জায়গা নেই। 

ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক ওপেনার গৌতম গাম্ভীর এবার জানিয়ে দিলেন যে, টি-২০ ক্রিকেটে পাকাপাকি ভাবে কাদের ওপেনারার ভূমিকায় খেলানো উচিত। গৌতিকে সদ্যসমাপ্ত ভারত-শ্রীলঙ্কা সিরিজে ধারাভাষ্যকার হিসাবে পাওয়া গিয়েছিল।

সেখানেই গাম্ভীর বলেছেন, 'দেখুন পৃথ্বীকে সুযোগ দিয়ে আর বসানো যাবে না। ভারতের হয়ে বি'ধ্বং'সী মেজাজে শুরু করতে পারে। ও সঠিক ব্যক্তি। এর সঙ্গেই ঈশান কিশান ও সূর্যকুমার যাদবরা পারফেক্ট। পৃথ্বীকে নিলে, ওকে ধরে রাখতে হবে। একটা সিরিজ দিয়ে ওর যেন বিচার করা না হয়। ওর বয়স অল্প। বি'ধ্বং'সী ম্যাচ-উইনার। 

ওকে নিয়েই প্রথম একাদশ সাজানো হোক। লম্বা সময় খেলানো হোক। শুভমান গিলের আরও বেশি করে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত। টি-২০ ক্রিকেটে ভারতের পাকাপাকি ওপেনার হোক পৃথ্বী শ ও ঈশান কিশান।'

সাল ২০১৩। এমএস ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া । তারপর পেরিয়ে গিয়েছে পাক্কা ন'টি বছর। একবারও আইসিসি-র কোন ট্রফি স্পর্শ করতে পারেনি বিরাট বা রোহিতের ভারত। চলতি বছর টি-২০ বিশ্বকাপেও ভারতকে থামতে হয়েছিল সেমিফাইনালেই। কেন বারবার 'চোক' করছে ভারত! 

ভারতীয় দলের পারফরম্যান্স পর্যালোচনা করার জন্য় গত পয়লা জানুয়ারি বৈঠকে বসেছিল বিসিসিআই। বোর্ড ডেকে পাঠিয়েছিল বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, কোচ রাহুল দ্রাবিড় , ক্যাপ্টেন রোহিত শর্মা, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ, প্রধান নির্বাচক চেতন শর্মাকে। 

বৈঠকে বিসিসিআই আগামীর রূপরেখা তৈরি করে দেয়। সেখানে জানিয়ে দেওয়া হয় উঠতি ক্রিকেটারদের চুটিয়ে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট। সেখানে উল্লেখযোগ্য পারফর্ম করেই জাতীয় দলে নির্বাচনের যোগ্যতা অর্জন করতে হবে। পাশাপাশি ইয়ো ইয়ো টেস্ট ও ডেক্সা এখন নির্বাচনের মানদণ্ড। 

সেন্ট্রাল পুলে থাকা ক্রিকেটারদের জন্যও তা প্রযোজ্য। এছাড়াও পুরুষদের এফটিপি ও আইসিসি বিশ্বকাপের কথা মাথায় রেখে, এনসিএ কাজ করবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে। চলতি বছর আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের মনিটর করবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে