বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ১০:৪৪:০৩

সবার উপরে রোহিত শর্মার নাম!

সবার উপরে রোহিত শর্মার নাম!

স্পোর্টস ডেস্ক: নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত দ্বিশতরান করেছেন শুভমান গিল। সবথেকে তরুণ প্লেয়ার হিসেবে তিনি এই রান করলেন। সব ব্য়াটারদের ব্যর্থতার দিন তিনি এই রান পেলেন।

নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেছেন শুভমান গিল। ওপেন করতে নেমে তিনি সেষ ওভার পর্যন্ত দলকে টানলেন। ১৪৯ বলে করলেন ২০৮ রান। ওডিআইতে নিজের ১৯ তম ইনিংসে তিনি এই দ্বিশতরান করলেন। 

পঞ্চম ভারতীয় হিসেবে ২০০-র বেশি রান করলেন। তবে এই তালিকায় সবার উপরে রোহিত শর্মার নাম থাকবে। ওডিআই ক্রিকেটের বেতাজ বাদশা তাঁকে বলাই যায়। ভারতের তিন ফর্ম্য়াটের অধিনায়ক রোহিত শর্মা ওডিআই ক্রিকেটে মোট তিনবার ডাবল সেঞ্চুরি করেছেন। তাঁর সর্বোচ্চ রান ২৬৪। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৪ সালে এই রানটি তিনি করেন।

একবার নয়, মোট তিনবার তিনি ২০০-র বেশি রান করেছেন। এরপর তিনি ২০৯ রান করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ২০১৩ সালে করেন তিনি। তারপর ২০৮ রানে অপরাজিত থাকেন শ্রীলঙ্কার বিরুদ্ধে, ২০১৭ সালে সেই সিরিজটা হয়। অর্থাৎ শ্রীলঙ্কার বিরুদ্ধে বারবার জ্বলে উঠেছেন তিনি।

রেকর্ড বইয়ে মাস্টার ব্লাস্টারের নাম থাকবে না তা কি হয়? ২০০ রানে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে তাঁর। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৭ বলে এই রান করেন তিনি।

ভারতের অন্যতম মারকুটে ব্যাটার বীরেন্দ্র সেওয়াগ ২১৯ রান করেছিলেন ওডিআই ক্রিকেটে। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি এই রান করেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে