শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ০১:০২:৪৬

৯ গোলে শেষ দুই মহাতারকার লড়াই, এটাই হয়ত ছিল শেষ দেখা!

৯ গোলে শেষ দুই মহাতারকার লড়াই, এটাই হয়ত ছিল শেষ দেখা!

স্পোর্টস ডেস্ক: এশিয়া মহাদেশে ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিষেক বোধহয় আটকে ছিল এই দিনটার জন্যই। সৌদি আরবে গিয়েও মাঠে নামতে পারেননি। আল নাসেরের হয়ে রোনালদোর অভিষেকের রাতটা যেমন ছিল তারকাখচিত, তেমনই স্মরণীয়। 

মনে হল, কাতারে ফুটবল বিশ্বকাপের কোনও ম্যাচ দেখছি। হোক না প্রীতি ম্যাচ, বিপক্ষ দলে যখন থাকেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, ব্রাজিলের প্রাণভোমরা নেইমার এবং ফুটবল বিশ্বের তরুণ সুপারস্টার কিলিয়ান এমবাপে। সৌদি আরবের মাটিতে অভিষেক ম্যাচে শোনা গেল রোনালদো গর্জন। 

প্রথমার্ধে রিয়াধ অল স্টার একাদশের হয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করে সব আলো নিজের দিকে টেনে নিলেন। বহুদিন পর মেসি ও রোনাল্ডো মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। দুই তরফেই গোলের ফুলঝুরি। ৯ গোলে শেষ হল টানটান রুদ্ধশ্বাস ম্যাচ। 

দুই মহাতারকার লড়াইয়ে জমজমাট ফুটবলটাকে উপভোগ করলেন ক্রীড়াপ্রেমীরা। ম্যাচ শেষ হয় রিয়াধ অল স্টার ৪-৫ পিএসজি ব্যবধানে। ৯ গোলে শেষ দুই মহাতারকার লড়াই, এটাই হয়ত ছিল শেষ দেখা! রিয়াদের কিং ফাওয়াদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ছিল অন্য চমক।

মেসি, রোনালদো, এমবাপে, নেইমারদের মতো তারকাদের উপস্থিতিতে হঠাৎই সকলকে চমকে দিয়ে মাঠে প্রবেশ অমিতাভ বচ্চনের। বলিউড মেগাস্টার সবার সঙ্গে হাত মেলালেন। বিগ বি-র হাত ধরে ছিলেন পিএসজির মালিক আল খেলাইফি। তিনিই ফুটবলারদের সঙ্গে মিস্টার বচ্চনের পরিচয় করিয়ে দেন।

প্রথম মিনিট থেকেই সেয়ানে সেয়ানে লড়াই। শুরুর তিন মিনিটেই গোল করেন লিওনেল মেসি। পেনাল্টি থেকে গোল করে রোনালদো তার জবাব দেন কিছুক্ষণের মধ্যে। পিএসজি ও রিয়াদ অল স্টার প্রীতি ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগে লাল কার্ড দেখেন পিএসজির জোয়ান বের্নার্তো। ৪৩ মিনিটে গোল করেন মার্কুইনহোসের। 

সংযুক্ত সময়ে পেনাল্টি মিস করেন নেইমার। বিরতিতে যাওয়ার আগে ফের গোল করে ব্যবধান ২-২ করেন রোনালদো। এরপর দ্বিতীয়ার্ধে হল আরও পাঁচটি গোল। স্কোরবোর্ডে নাম লেখালেন এমবাপে, ব়্যামোসরা। দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন রোনালদো, মেসি উভয়েই। তা সত্ত্বেও গোটা ম্যাচে ছড়িয়ে ছিল দুই মহাতারকা জাদু। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে