শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ০৩:৩৩:২৫

রিয়াল মাদ্রিদ ৩, বার্সেলোনা ৫ ও ম্যানচেস্টার সিটি ৪

রিয়াল মাদ্রিদ ৩, বার্সেলোনা ৫ ও ম্যানচেস্টার সিটি ৪

স্পোর্টস ডেস্ক: কোপা ডেল রে-র প্রি-কোয়ার্টার ফাইনালে জয় পেল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। ৫ গোল দিল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ জিতল ৩-২ গোলে। তারা হারাল ভিয়ারেলকে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ৪-২ গোলে জিতল টটেনহ্যামের বিরুদ্ধে। 

স্প্যানিশ কাপ বা কোপা ডেল রে-র নক আউট পর্বের খেলা চলছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই ছিল বৃহস্পতিবার রাতে। বার্সেলোনার হয়ে সেই ম্যাচে দুটি গোল করেন রবার্ট লেওয়নডস্কি। একটি করে গোল করেন রাফিনহা, আনসু ফাতি এবং ফ্র্যাঙ্ক কেসি। 

ম্যাচের ফল দেখে মনে হতেই পারে যে গোটা ম্যাচে বার্সেলোনার দাপট ছিল। কিন্তু প্রথমার্ধে বার্সেলোনার খেলা দেখে সেটা মনে হয়নি। হেলিকপ্টারে করে বার্সেলোনা দল যায় সিউতাতে। আফ্রিকা মহাদেশে স্পেনের ছোট একটি প্রদেশ। সেখানকার দল এডি সিউতার বিরুদ্ধে খেলা ছিল লেওয়নডস্কিদের। 

২০১০ সালের পর প্রথম বার এই জায়গায় খেলতে গেল বার্সেলোনা। সে বারও হেলিকপ্টার করে গিয়েছিল তারা। সেখানে খেলতে গিয়ে শুরুতে সেই ভাবে মাঝ মাঠের দখল নিতে পারছিল না বার্সেলোনা। যদিও ম্যাচ যত এগোয়, ততই ম্যাচের রাশ চলে আসে লেওয়নডস্কিদের হাতে। 

প্রথম গোলটা করেন তিনি। ৪১ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন লেওয়নডস্কি। প্রি-কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদকে জিততে হল কষ্ট করেই। প্রথমার্ধে ০-২ ব্যবধানে পিছিয়ে গিয়েছিল করিম বেনজিমাদের দল। গোলের দরজা খুলতে পারছিলেন না বেনাজমারা। দ্বিতীয়ার্ধে যদিও খেলা ঘুরে যায়। 

৫৭ মিনিটে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ১২ মিনিটের মধ্যে এদের মিলিতাও গোল করে সমতা ফেরান। জয়ের গোলটি আসে ড্যানি সেবেলসের পা থাকে। ভিনিসিয়াসকে গোলের পাস বাড়ানো সেবেলস গোল করেন ৮৬ মিনিটে। সেই গোলই জয় এনে দেয় রিয়ালকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে গেলেও জয় পেল ম্যানচেস্টার সিটি। তারাও প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়েছিল। টটেনহ্যামের হয়ে গোল করেন দেহান কুলুসেভস্কি এবং ইমারসন রয়্যাল। দ্বিতীয়ার্ধে পাল্টে যায় পেপ গুয়ার্দিওয়ালার দলের খেলা। একের পর এক গোল করতে থাকেন এরলিং হালান্ডরা। 

৫১ মিনিটে প্রথম গোলটি করেন হুলিয়ান আলভারেজ। দ্বিতীয় গোল হালান্ডের। দুটি গোল করেন রিয়াদ মাহরেজ়। প্রিমিয়ার লিগে সিটির পরের ম্যাচ উল্ভসের বিরুদ্ধে। ২২ জানুয়ারি হবে সেই ম্যাচ। লিগে ১৯টি ম্যাচ শেষে সিটির সংগ্রহ ৪২ পয়েন্ট। প্রথম স্থানে থাকা আর্সেনালের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে