শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ০৫:১২:০০

'বড় ভুল' করেছে ভারত, মোটা জরিমানা দিতে হবে

'বড় ভুল' করেছে ভারত, মোটা জরিমানা দিতে হবে

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের শিরোনাম কী? এক কথায় বললে, শুভমন গিলের ডাবল সেঞ্চুরি। বড়জোর ভাবা যেতে পারে, ব্রেসওয়েলের অনবদ্য ইনিংস বা মোহাম্মদ সিরাজের বোলিং। কিন্তু সেই রুদ্ধশ্বাস ম্যাচে শিরোনামের তালিকায় জুড়ে গেল বিতর্কও। 

'বড় ভুল' করেছে ভারত, সেকারণে ভারতীয় দলকে ওই ম্যাচের জন্য ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হল। রোহিত শর্মার দল সঠিক সময়ে নিজেদের ওভার শেষ করতে পারেনি। নির্ধারিত সময়ের মধ্যে ভারত বল করেছিল মোটে ৪৭ ওভার। 

অর্থাৎ, নিয়মের তুলনায় ৩ ওভার পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। সেই অপরাধে ম্যাচ রেফারি শ্রীনাথ ভারতীয় দলের সব ক্রিকেটারের ৬০ শতাংশ কেটে ম্যাচ ফি নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের পর প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। 

সেই নিয়মেই রোহিতদের ৬০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হল। এখানেই অধিনায়ক রোহিতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যতই ভারতীয় দল ৪ পেসার নিয়ে খেলুক। নির্ধারিত সময় পেরোনোর পর আরও ৩ ওভার কেন বাকি থেকে যাবে? 

মূলত টানটান ওই ম্যাচে ফিল্ডিং সাজাতে অনেক সময় নিয়ে নিয়েছেন অধিনায়ক। তাছাড়া, হাই স্কোরিং ম্যাচগুলিতে বারবার বল বাউন্ডারির বাইরে গেলে সেই বল ফিরিয়ে এনে সেটাকে মুছে ফের বল করতেও সময় লাগে। তবে এসব যুক্তি আইসিসি মানেনি। রোহিতও নিজেদের অপরাধ মেনে নিয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে