শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ০৬:৫৭:৩৪

ছবিটা ঝড়ের গতিতে গোটা ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়ে!

ছবিটা ঝড়ের গতিতে গোটা ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়ে!

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের প্রথম একদিনের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে। একেবারে শেষ বলে জিম্বাবোয়ে ৩ উইকেটে এই ম্যাচ জিততে পেরেছে। বর্তমানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নেমেছে জিম্বাবোয়ে ক্রিকেট দল। প্রথম ম্যাচে দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে।

যদিও এই ম্যাচে জিম্বাবোয়ে ক্রিকেট দল ৩ উইকেটে জয়লাভ করেছে। একেবারে শেষ বলে ফয়সালা হয় এই ম্যাচের। তবে ম্যাচের কথায় পরে আসছি। এই ম্যাচ চলাকালীন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, জিম্বাবোয়ের একজন ক্যামেরাম্যান তাঁর ছোট মেয়েকে কোলে নিয়েই নিজের কাজ করে যাচ্ছেন। ছবিটা ঝড়ের গতিতে গোটা ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে প্রত্যেকেই ওই ক্যামেরাম্যানকে কুর্নিশ জানাতে শুরু করেছেন।

জানা গিয়েছে, জিম্বাবোয়ের ওই ক্যামেরাম্যানের নাম মহফুয়া সোকো। হারারে ক্রিকেট স্টেডিয়ামে যখন এই ম্যাচের আয়োজন করা হয়েছিল, তখনই তাঁর সতীর্থ চিত্রগ্রাহক ছবিটা তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। এমন একটা ছবি যে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সকলেই একবাক্যে স্বীকার করে নেন যে সোকা হাজারো কাজের চাপেও মেয়ের প্রতি নিজের দায়িত্ব একেবারে ভুলে যাননি। নিজের পেশা এবং বাবার দায়িত্ব দুটোই তিনি সমানভাবে পালন করে যাচ্ছেন। সকলেই তাঁকে সম্মান জানিয়েছেন।

ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, ওই ক্যামেরাম্যান তাঁর মেয়েকে নিজের বুকে আগলে রেখেছেন। মেয়ের বয়স মাত্র কয়েক মাস। ক্রিকেট ম্যাচের ‘হল্লা’ নিয়ে তাঁর কোনও ভ্রুক্ষেপই নেই। সে তার বাবার বুকের উপরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তবে এই ছবি প্রকাশ্যে আসার পর অনেকেই খানিকটা ভয়ও পেয়েছেন। 

অনেক সময়ই দেখতে পাওয়া যায় যে ম্যাচ চলাকালীন ব্যাটারের লম্বা শটে সরাসরি বল ক্যামেরায় এসে লাগে। সেক্ষেত্রে সোকো যেভাবে নিজের মেয়েকে রেখেছিলেন, তাতে তার গায়েও বল লাগাটা অস্বাভাবিক কিছু ছিল না। সেক্ষেত্রে একটা দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যেত।

এবার ম্যাচের কথায় আসা যাক। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবোয়ে। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা ২৮৮ রান তুলেছিল। দলের হয়ে শতরান করেন অধিনায়ক অ্যান্ডি ব্যালবিরনি (১২১ রিটায়ার্ড হার্ট) এবং হ্যারি টেক্টর (১০১)। এছাড়া বাকীরা আর কেউই ১৫-র উপরে রান করতে পারেননি। এই ম্যাচে অতিরিক্ত ১৮ রান দিয়েছেন জিম্বাবোয়ের বোলাররা। 

এরপর ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। শুরুতে তাঁরাও অবশ্য সেভাবে নজর কাড়তে পারেননি। কিন্তু, সিকন্দর রাজা এবং রায়ান ব্রাল শেষপর্যন্ত দলের হাল ধরেন। ইতিমধ্যে ঝেঁপে বৃষ্টি নামে মাঠে। সেকারণে বেশ অনেকক্ষণই বন্ধ রাখতে হয় খেলা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জিম্বাবোয়ের টার্গেট এবং ওভার সংখ্যা দুটোই কমে যায়। ইনিংসের শেষ ৮ বলে ২৩ রান তুলে ম্যাচ জিতে যায়।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে