শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ১১:৩৭:৫০

ধোনির বিকল্প হিসেবে যে দুই জনকে ভাবা হচ্ছে!

ধোনির বিকল্প হিসেবে যে দুই জনকে ভাবা হচ্ছে!

স্পোর্টস ডেস্ক : IPL-এর দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। প্রস্তুত সব দল। মিনি নিলামে দলগুলো তাদের খামতিগুলো মেরামত করেছে। এবার পুরো দল নিয়ে লড়াইয়ে নামতে প্রস্তুত। এই পরিস্থিতিতে সবার থেকে আগে অনুশীলনে নেমে গেল চেন্নাই সুপার কিংস। 

আর CSK মানেই মহেন্দ্র সিং ধোনি। তিনি দলের সঙ্গে নেটে অনুশীলনে নেমে পড়লেন। নেটে দেখা গেল সেই পুরনো ছন্দের মাহিকে। একেরপর এক বল তিনি মাঠের বাইরে পাঠালেন। IPL বাদে ধোনি বর্তমানে আর কোনও ক্রিকেট খেলেন না। ফলে তাঁর কাছে ম্যাচ ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। এই কারণে তিনি IPL শুরু হওয়ার প্রায় ২ মাস আগেই নেমে গেলেন অনুশীলনে।

বর্তমানে ধোনির বয়স ৪১। সবথেকে বেশি সময় ধরে তিনি কোনও দলের দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর অধীনে CSK চারবার চ্যাম্পিয়ন হয়েছে। গতবার রবীন্দ্র জাদেজাকে দায়িত্ব দেয়। কিন্তু CSK খারাপ ফল করে। অবশেষে দলের দায়িত্ব নেন ধোনি। 

তবে তিনি দলকে সেভাবে সাফল্য দিতে পারননি গতবার। এবার শুরু থেকেই তিনি দলকে টেনে তুলতে চাইছেন। ৪১ বছর বয়সে ফিটনেস ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। যেহেতু তিনি ঘরোয়া ক্রিকেট খেলেন না তাই তাঁর পক্ষে চ্যালেঞ্জটা আরও বেশি। সেই জন্যই তিনি আগেভাগে নামলেন অনুশীলনে।

তিন বছর পর চিপক স্টেডিয়ামে খেলতে নামবে হলুদ ব্রিগেড। তাই পিচ বুঝতে ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আগে থেকেই মাঠে নামল। তাই বিশেষ প্রশিক্ষণ শুরু করল। কোচ স্টিফেন ফ্লেমিং ও ধোনিকে বলা হয়েছে আগে থেকে ক্যাম্পে যোগ দিতে। 

এই দু’জন এবার থেকে পরিকল্পনা শুরু করে দেবে। সেই অনুযায়ী দল গঠন হবে। পাশাপাশি ধোনির পর নেতা কে হবেন সেটাও বড় আলোচনায় বিষয়। এক CSK কর্তা বলেন, “তারিখ এখনও ঠিক নয়। তবে আমরা ২ সপ্তাহ আগে পুরো দলকে চাইছি ক্যাম্পে। ধোনি ও ফ্লেমিং দু’জনেই চেন্নাইয়ের পরিবেশের সঙ্গে পরিচিত। বিদেশি ও নতুন প্লেয়ারদের জন্য আমাদের ভাবতে হবে আলাদা করে।”

মনে করা হচ্ছে এটাই ধোনির শেষ IPL। ৪১ বছর বয়সি ধোনি আর ক্রিকেটকে নাও টানতে পারেন। তাঁর বদলে তিনি নতুনদের জায়গা দেবেন। তবে তার আগে তিনি আগামীর নেতাকে বেছে নেবেন। ধোনির বিকল্প হিসেবে ঋতুরাজ গায়কোয়াড় অথবা বেন স্টোকসে ভাবা হচ্ছে। সেই হিসেবেই এবার স্টোকসকে দলে নিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে