শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ১০:৩৯:০৫

অবশেষে রোহিতের ওপেনিংয়ের সঙ্গী হতে চলেছেন যিনি

অবশেষে রোহিতের ওপেনিংয়ের সঙ্গী হতে চলেছেন যিনি

স্পোর্টস ডেস্ক : আবার একটা সিরিজ জয়ের সামনে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। আজ শনিবার রায়পুরে জিতলেই তিন ম্যাচের ওয়ান ডে-র সিরিজ পকেটে। যা কি না, চলতি বছরে দেশের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপের প্রস্তুতিতে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সিরিজের ভাগ্য কী হবে, তার পাশাপাশি বিশ্বকাপের জন্য টিম কম্বিনেশনের বিষয়টাও মাথায় রাখতে হচ্ছে ভারতের কোচ রাহুল দ্রাবিড়কে। অবশেষে ওপেনিংয়ের সমস্যা আপাতত মিটিয়েছেন শুবমান গিল। ফিটনেস সমস্যা বা চূড়ান্ত অফ ফর্ম না এলে অক্টোবর-নভেম্বরে রোহিতের ওপেনিংয়ের সঙ্গী হতে চলেছেন পাঞ্জাবের এই ব্যাটার। তিনে বিরাট কোহলিকে নিয়েও কোনও সমস্যা নেই।

এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে মাথাব্যথার জায়গা হতে পারে উইকেটকিপার। ঋষভ পন্থ কবে মাঠে ফিরবেন, নিশ্চিত নয়। এমনিতে কেএল রাহুল এখন কিপার-ব্যাটার হিসেবে খেলছেন। 

তিনি নেই বলে নিউ জিল্যান্ড সিরিজে সেই দায়িত্বে আছেন ঈশান কিষান। কিউয়িদের বিরুদ্ধে চারে নেমে প্রথম ম্যাচে রান পাননি ঈশান। রাহুলের জায়গায় নিয়মিত হতে গেলে এই সিরিজে তাঁর বড় রানে ফেরা জরুরি। শ্রেয়স আইয়ারের চোট ওয়ান ডে-তে জায়গা করে দিয়েছে সূর্যকুমার যাদবকেও। টি-টোয়েন্টিতে রান পেলেও ওয়ান ডে-তে তাঁর ব্যাটে এখনও পর্যন্ত সেঞ্চুরি নেই।

আগের ম্যাচে শুবমান ডাবল সেঞ্চুরি করলেও বাকি কোনও ব্যাটারই ৫০ রান পেরোননি, যা চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। একই ভাবে কিউয়ি ব্যাটার মাইকেল ব্রেসওয়েল মিডল অর্ডারে নেমে প্রায় ম্যাচ নিয়ে চলে যাচ্ছিলেন। পেস ব্যাটারিতে মহম্মদ সিরাজ ও স্পিন বিভাগে কুলদীপ যাদব ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করলেও বাকিরা এখনও পর্যন্ত আহামরি নন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে