সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ১০:১৩:৫৭

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমনটি করলেন তামিম

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমনটি করলেন তামিম

স্পোর্টস ডেস্ক : স্বীকৃত টি-টোয়েন্টিতে রান তোলায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ‌্যে সবার উপরে ছিল তামিম ইকবালের নাম। চট্টগ্রামে নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। যেখানে তিনি ছাড়িয়ে গেছেন বিশ্ব ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটের রথী মহারথী অনেক তারকা ব্যাটারকে।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৪০তম ব‌্যাটসম‌্যান হিসেবে ৭ হাজার রান ছুঁয়েছেন তামিম। ২৪৩ ইনিংসে তামিম এই মাইলফলকে পৌঁছেছেন। দ্রুততম হিসেবে আছেন নবম স্থানে। যেখানে এমন কীর্তি নেই এবি ডি ভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককালাম, ফাফ ডু প্লেসি, ডেভিড মালান, রোহিত শর্মা, জেসন রয় ও শোয়েব মালিকের।

এই ফরম্যাটে ভীষণ সফল ব্যাটার এবি ডি ভিলিয়ার্স (২৬৩ ম্যাচে ২৪৫ ইনিংস), ব্রেন্ডন ম্যাককালাম (২৫৩ ম্যাচে ২৪৯ ইনিংস), ফাফ ডু প্লেসি (২৭৪ ম্যাচে ২৫৭ ইনিংস), ডেভিড মালান (২৬৩ ম্যাচে ২৫৭ ইনিংস), রোহিত শর্মা ( ২৭০ ম্যাচে ২৫৮ ইনিংস), জেসন রয় (২৬৮ ম্যাচে ২৬২ ইনিংস) ও শোয়েব মালিক (২৭৫ ম্যাচে ২৫৯ ইনিংস) ৭ হাজার রান করতে তামিমের চেয়েও বেশি ম্যাচ ও ইনিংস খেলেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে