মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩, ১০:১৪:০৫

আইসিসির বর্ষসেরা টি-২০ দলে ভারতীয় তারকাদের চমক

আইসিসির বর্ষসেরা টি-২০ দলে ভারতীয় তারকাদের চমক

স্পোর্টস ডেস্ক: ঘোষিত ২০২২-এর আইসিসির সেরা টি-২০ দল। বছরভর দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে এই দলে জায়গা করে নিলেন তিন ভারতীয় ক্রিকেটার। যদিও আইসিসির নজর কাড়তে ব্যর্থ টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ।

গত বছরই ছিল টি-২০ বিশ্বকাপ। ট্রফি জয়ের দৌড়ে ভারত ব্যর্থ হলেও দুর্দান্ত পারফর্ম করে আইসিসির বর্ষসেরা টি-২০ দলে ভারতীয় তারকাদের চমক। দীর্ঘদিনের রানের খরা কাটিয়ে পাঁচ ম্যাচে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৭৬ রান ঝুলিতে ভরেছেন বিরাট কোহলি। পাশাপাশি এশিয়া কাপে টি-২০ কেরিয়ারের প্রথম সেঞ্চুরিও হাঁকান তিনি।

আর সেই সৌজন্যেই আইসিসির ঘোষিত বর্ষসেরা দলে রাখা হয়েছে কোহলিকে। গত বছরই আবার টি-টোয়েন্টিতে নতুন সূর্যোদয় হয়েছে ভারতীয় শিবিরে। ছোট ফরম্যাটে নজরকাড়া পারফরম্যান্স সূর্যকুমার যাদবের। গত বছর টি-টোয়েন্টিতে ১১৬৪ রান করেন তিনি। স্ট্রাইক রেট ১৮৭.৪৩। 

জোড়া শতরান ও ৯টি হাফ সেঞ্চুরির মালিক দ্বিধাহীনভাবে সেরা ব্যাটারের তকমা পান। তাই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তালিকায় জায়গা করে নিয়েছেন তিনিও। প্রত্যাশিতভাবেই আরও এক ভারতীয় রয়েছেন এই তালিকায়। তিনি হার্দিক পাণ্ডিয়া।

আইপিএলে প্রথমবার নেতৃত্বের দায়িত্ব নিয়েই দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। শুধু তাই নয়, জাতীয় দলের অধিনায়ক হিসেবেও তিনি সফল। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটে-বলেও দারুণ ছন্দে ধরা দিয়েছেন তিনি। গত বছর টি-টোয়েন্টিতে ৬০৭ রান ও ২০ উইকেট হার্দিকের। তাই অলরাউন্ডারের তালিকায় রাখা হয়েছে তাকে।

বিরাট, সূর্যকুমার ও হার্দিক বর্ষসেরা একাদশে থাকলেও কোনও ভারতীয় বোলার এই তালিকায় ঠাঁই পাননি। এখানে দুই ওপেনার হিসেবে রয়েছেন টি-২০ বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক জোস বাটলার ও পাক তারকা মোহাম্মদ রিজওয়ান। প্রথম একাদশে জায়গা করে নিয়ে চমকে দিয়েছেন আয়ারল্যান্ডের পেসার জোস লিটল।

আইসিসির বর্ষসেরা টি-২০ একাদশ: জোস বাটলার (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস্, সিকান্দার রাজা, হার্দিক পাণ্ডিয়া, স্যাম কুরান, ওয়ারিন্দু হাসারাঙ্গা, হরিশ রউফ, জোস লিটল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে