বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ০৫:১০:৩১

লজ্জায় লাল হয়ে গেলেন রাহুল দ্রাবিড়!

লজ্জায় লাল হয়ে গেলেন রাহুল দ্রাবিড়!

স্পোর্টস ডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ৯০ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। এই স্টেডিয়ামে এলেই অন্য রকম এক অনুভূতি হয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের। 

কারণ এই স্টেডিয়ামের ড্রেসিংরুমটা যে তারই নামে। তার শিষ্য শুভমন গিল ম্যাচ শেষ হতেই সেই ‘অনুভূতির’ কথাই জানতে চেয়েছিলেন দ্রাবিড়ের কাছে। জবাব দিতে গিয়ে লজ্জায় লাল হয়ে গেলেন রাহুল দ্রাবিড়। 

বিসিসিআই টুইটারে দ্রাবিড় ও শুভমনের আলাপচারিতার একটা ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে বিভিন্ন প্রশ্নের মাঝে দলের হেড কোচকে শুভমন জিজ্ঞেস করেন, "আচ্ছা নিজের নাম লেখা ড্রেসিংরুমে ঢোকার অনুভূতিটা কেমন?" উত্তরে দ্রাবিড় জানিয়েছেন, তিনি কৃতজ্ঞ এবং কিছুটা বিব্রতও! 

দ্রাবিড় বলেন, "দেখো, এমন কিছু তো দেখতে ভালো লাগেই। এত বছর ধরে মানুষের এত ভালোবাসা পেয়েছি। সেটা দেখে আমি কৃতজ্ঞ। ভারতের ক্রিকেটার হওয়া বিশাল একটা প্রাপ্তি। নিজেকে খুবই ভাগ্যবান মনে হয় যে ক্রিকেটের কিছুটা প্রতিভা নিয়ে আমি জন্মেছিলাম বলেই খেলতে পেরেছি।"

রাহুল বলেন, "সেই সঙ্গে দারুণ লাগে, যখন ভাবি, ক্রিকেটটা আমি দীর্ঘ দিন ধরেই খেলেছি। ড্রেসিংরুমে নিজের নাম দেখে সত্যি কথা বলতে কি, আমার একটু বিব্রতই লাগে। সেই সঙ্গে দারুণ কৃতজ্ঞও।" 

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার দ্রাবিড়। ব্যাকরণসিদ্ধ ব্যাটিং তাকে দিয়েছিল ‘দ্য ওয়াল’ তকমা। টিম ইন্ডিয়ার অধিনায়কত্বও করেছেন। ১৬৪ টেস্টে তার রান ১৩২৮৮। গড় ৫২.৩১। সর্বোচ্চ পাকিস্তানের বিরুদ্ধে ২৭০। সঙ্গে রয়েছে ৩৬টি শতরান ও ৬৩টি অর্ধ শতরান। 

টেস্টের সঙ্গে একদিনের ক্রিকেটেও সফল দ্রাবিড়। ৩৪৪টি একদিনের ম্যাচে তার রান ১০৮৮৯। গড় ৩৯.১৬। স্ট্রাইক রেট ৭১.২৩। সর্বোচ্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫৩ রান। এই ফরম্যাটে ১২টি শতরান ও ৮৩টি অর্ধ শতরান করেছেন টিম ইন্ডিয়ার বর্তমান কোচ।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামের ড্রেসিংরুমের নাম তার নামে দিয়ে ভারতীয় ক্রিকেটে তার অবদানের ছোট্ট একটা স্বীকৃতিই দেওয়া হয়েছে। তবে দ্রাবিড় নিজে মনে করেন, এট তার প্রতি একধরনের ভালোবাসা।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে