বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ০৯:৫২:১৫

অসন্তুষ্ট হয়ে রোহিত বললেন, আসল ঘটনাটা কী ঘটেছে সকলের জানা উচিত

অসন্তুষ্ট হয়ে রোহিত বললেন, আসল ঘটনাটা কী ঘটেছে সকলের জানা উচিত

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন পর একদিনের ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু সেঞ্চুরি করেও তিনি যথেষ্ট বিরক্ত। তবে এই বিরক্তির কারণ অবশ্য নিজের আউট হওয়া নিয়ে নয়। 

ধারাভাষ্যকারদের আচরণ তাঁর বিরক্তির কারণ। রোহিত শর্মা সেঞ্চুরিতে পৌঁছানোর পর ধারাভাষ্যকারীরা বলেছিলেন, ৩ বছর পর সেঞ্চুরিতে পৌঁছেছেন রোহিত। পরে তাঁকে সম্প্রচারকারীদের পক্ষ থেকেও জিজ্ঞেস করা হয়েছিল তিন বছর পর সেঞ্চুরির ব্যাপারে। 

কিন্তু তাঁদের সেই মন্তব্যে অসন্তুষ্ট ভারতীয় দলের অধিনায়ক। যদিও পরিসংখ্যানটি একেবারে নির্ভুল। তবে রোহিতের মনে হয়েছে সম্প্রচারকারীরা প্রকৃত তথ্য তুলে ধরেননি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতার পর রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে তিন বছর পর সেঞ্চুরির প্রসঙ্গে বলেন,'আমি গত তিন বছরে মাত্র ১২টি একদিনের ম্যাচ খেলেছি। কথাটা তিন বছর বললে অনেক বেশি শোনায়। 

যদি ম্যাচের সংখ্যা বলা হত, তাহলে আসল তথ্যটা সবার কাছে পৌঁছাত। সকলের জানা উচিত আসল ঘটনাটা কী ঘটেছে। আমি জানি টিভিতে ম্যাচ সম্প্রচারের সময় দেখানো হয়েছিল তিন বছর পর আমার সেঞ্চুরি। আমার মনে হয় সম্প্রচারকারীদের সঠিক তথ্য তুলে ধরা উচিত।'

সাংবাদিক সম্মেলনে রোহিতকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই সেঞ্চুরির ইনিংস তাঁর কাছে প্রত্যাবর্তন কি না। সে ব্যাপারে রোহিত বলেন, 'আমি যেমন বলেছি ২০২০ সালে কোনও খেলাই হয়নি। কো'ভি'ড ১৯-এর জন্য সবাই বাড়িতে বসেছিল। আমরা খুব কম একদিনের ম্যাচ খেলেছি। 

আমি চোট পেয়েছিলাম। সেই সময় মাত্র দুটি টেস্ট খেলেছি। তাই সেগুলিকেও পরিসংখ্যানের মধ্যে রাখা উচিত।' রোহিত আরও বলেন, 'আমরা গত বছর টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছিলাম। আর টি-টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে সূর্যকুমার যাদবের চেয়ে ভাল ব্যাটার আর কেউ নেই। এবছর একদিনের ক্রিকেটে ২০০ রান করেছে।'

মঙ্গলবার তৃতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ড একসময় খুব ভালো জায়গায় ছিল। শার্দূল ঠাকুর দ্বিতীয় স্পেলে এসে ড্যারিল মিচেল এবং টম লাথামের উইকেট তুলে নিয়ে ম্যাচের রং বদলে দেন। এই প্রসঙ্গে রোহিত বলেন, 'শার্দূল ঠাকুর গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার ব্যাপারে দারুণ দক্ষতা অর্জন করেছে। 

শুধু একদিনের ক্রিকেটেই নয়, টেস্ট ক্রিকেটে এটা দেখেছি। আশা করছি ভবিষ্যতেও ও এইরকম পারফরমেন্স চালিয়ে যাবে। ওর এই পারফরম্যান্স দলের যেমন কাজে লাগবে, তেমনি ওকে আত্মবিশ্বাস এনে দেবে। প্রচুর ঘরোয়া ক্রিকেট খেলেছে এবং জানে কোন সময় কী দরকার।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে