বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ১০:১৩:৫৬

ফের ধাক্কা ভারতীয় শিবিরে!

ফের ধাক্কা ভারতীয় শিবিরে!

স্পোর্টস ডেস্ক: ওডিআই ফর্ম্যাটে ভারতের সুদিন চলছে। একেরপর এক সিরিজে হোয়াইটওয়াশ করছে ভারত। ওডিআই ও টি-২০ তে ভারত বর্তমানে তালিকায় শীর্ষে রয়েছে। এবার পালা টেস্ট। ICC-র র‌্যাঙ্কিংয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। 

এই তালিকায় শীর্ষে উঠতে গেলে আসন্ন সিরিজে অজিদের পরাস্ত করতেই হবে। কিন্তু অজিদের বিরুদ্ধে এই সিরিজে নামার আগে ফের ধাক্কা ভারতীয় শিবিরে। 

আগে জসপ্রীত বুমরাহর প্রত্যাবর্তনের খবর শোনা গেলেও এবার তাঁর প্রত্যাবর্তন নিয়ে ধাক্কা লাগল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর ফেরা নিয়ে তৈরি হয়ে গেল একাধিক প্রশ্ন। জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুরো টেস্ট সিরিজ খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ।

নিউ জিল্য়ান্ডকে পরাস্ত করার পর রোহিত শর্মা জসপ্রীত বুমরাহকে নিয়ে জানিয়েছিলেন তিনি বুমরাহর ফেরার ব্যাপারে আশাবাদী। তিনি আশা করেছিলেন বুমরাহ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটো টেস্টে ফিরতে পারেন। কিন্তু সেটা হচ্ছে না। BCCI 

সূত্রে খবর, বুমরাহ সিরিজের সময় ফিট হতে পারবেন না। তবে IPL-এর আগে তিনি পুরো ফিট হয়ে যাবেন। বর্তমানে NCA-তে পিঠের চোট সারানোর চেষ্টা চালাচ্ছেন জসপ্রীত বুমরাহ। কিছুদিন আগে তাঁকে নেটে বল করতে দেখলেও তিনি ১০০ শতাংশ ফিট নন বলে জানা যাচ্ছে।

নাম না প্রকাশ্যের শর্তে এক BCCI কর্তা ইনসাইড স্পোর্টকে বলেন, “অস্ট্রেলিয়া সিরিজের আগে জসপ্রীত বুমরাহর ১০০% ফিট হওয়ার সম্ভবনা কম।একটা জিনিস পরিষ্কার, ও যেই সিরিজই খেলুক না কেন, আমরা ওকে নিয়ে তাড়াহুড়ো করব না। পিঠের চোট সারতে সময় লাগে এবং রিহ্যাব একটা লম্বা প্রক্রিয়া। এই মুহূর্তে, ও দলে সুযোগ পাওয়ার জন্য আনফিট। ওর সুস্থ হতে কতদিন সময় লাগবে সেটা নিশ্চিত নয়। আরও একমাস লাগতে পারে ওর সুস্থ হতে।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে প্রথম দুটো ম্যাচে রাখা হয়নি জসপ্রীত বুমরাহকে। এরআগে তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআইতে দলে রাখা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি নাম প্রত্যাহার করে নেন। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৯ ফেব্রুয়ারি থকে। এটা বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের অংশ। বুমরাহর না থাকাটা একটা বড় ধাক্কা। ভারতকে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করতে গেলে সিরজটা ২-০ অথবা ৩-১ এ জিততে হবে। ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে সিরিজটা চলবে মার্চ মাস পর্যন্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে