রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ১১:২৭:৫৪

ধোনির সেই পরামর্শেই সাফল্য, জানালেন আফগান ক্রিকেটার!

ধোনির সেই পরামর্শেই সাফল্য, জানালেন আফগান ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক: উদ্বোধনী আবু ধাবি টি-২০ লিগে দাপিয়ে খেলছে এমআই এমিরেটস। আইএল টি-টোয়েন্টিতে চতুর্থ জয়ের খোঁজে। দীর্ঘ দিন ধরেই এই টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা শুরু হয়েছিল। অবশেষে এ মরসুমে শুরু হয়েছে আইএল টি-২০। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সও দল কিনেছে। এমআই এমিরেটস ভালো ছন্দেই রয়েছে। যদিও বড় রান আসছে না এমআই-এর আফগান তারকা নাজিবুল্লাহ জাদরান। রোববার ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে নামছে এমআই এমিরেটস। ম্যাচের আগে দলের তারকা ব্যাটার জাদরানের মুখে মহেন্দ্র সিং ধোনি প্রসঙ্গ।

প্রথম লেগের ম্যাচে অনবদ্য লড়াই করলেও জিততে ব্যর্থ এমআই এমিরেটস। হার থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়াতে মরিয়া জাদরানরা। আর তার জন্য ধোনির মন্ত্রে বিশ্বাস রাখছেন এই বাঁ হাতি বিধ্বংসী ব্যাটার। 

বলছেন, ‘প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের লক্ষ্য প্রথম দুইয়ে থাকা। প্রতিটা ম্যাচ জেতার দিকেই ফোকাস রাখছি আমরা। ব্যক্তিগত ভাবে আমি বিশ্বাস করি, টিম ঘুরে দাঁড়াবে এবং লক্ষ্যে পৌঁছবে।’ 

এবারের টুর্নামেন্টে জাদরানের সেরা ইনিংস মাত্র ৯ বলে ৩০ রান। দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে তার এই ইনিংস যদিও দলকে জেতাতে ব্যর্থ। তবে সেই ইনিংস জাদরানকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। জাদরানের ভারতে খেলার অনেক অভিজ্ঞতাই রয়েছে। তার আদর্শ মহেন্দ্র সিং ধোনি। ধোনির সেই পরামর্শেই সাফল্য, জানালেন আফগান ক্রিকেটার!। 

ধোনি প্রসঙ্গে জাদরান বলছেন, ‘ধোনিকেই আদর্শ মানি। তার মতো ম্যাচ ফিনিশ করার ক্ষমতা আর কারও মধ্যে নেই। ধোনির কাছ থেকে অনেক কিছু শিখেছি। ২০১৫ বিশ্বকাপের সময় ধোনির সঙ্গে অনেক কথা হয়েছে। আমাকে বোঝান চাপের মুহূর্তে সব সময় মাথা ঠান্ডা রাখতে এবং নিজের উপর ভরসা রাখতে। আমি তার সেই কথা কোনও দিনই ভুলব না। এখনও সেই পরামর্শ মেনে চলি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে