রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ১১:৩৪:৪৪

সিরিজ শুরুর আগেই বিভ্রান্ত ডেভিড ওয়ার্নার!

সিরিজ শুরুর আগেই বিভ্রান্ত ডেভিড ওয়ার্নার!

স্পোর্টস ডেস্ক: বদলার সিরিজ? তেমনই গন্ধ খোঁজার চেষ্টা করছেন অনেকে। বহুদিন পর ভারতের আবার পা দিচ্ছে অস্ট্রেলিয়া, টেস্ট সিরিজ খেলতে। আর জয়ের খতিয়ান দেখতে হলে পিছিয়ে যেতে হবে। ২০০৪ সালে শেষবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সে সব সুখের দিন আর নেই। 

স্টিভ স্মিথদের টিম আগের মতো আর ধারালো নয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটে সে ভাবে ধারাবাহিক নয়। সাফল্যও মিলছে না। এই পরিস্থিতি থেকে কি ঘুরে দাঁড়াতে পারবে অজিরা? সিরিজ শুরুর আগেই বিভ্রান্ত ডেভিড ওয়ার্নার! প্রশ্ন হল, ভারতের মাটিতে সফল হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী ডেভিড ওয়ার্নাররা? 

ভারতের স্পিনিং ট্র্যাকে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সামলানো যে সহজ হবে না, ভালো মতোই জানে অস্ট্রেলিয়া থিঙ্ক ট্যাঙ্ক। তাই পাল্টা আক্রমণের রাস্তা বের করার চেষ্টা করছে তারা। ডেভিড ওয়ার্নারের মতো অভিজ্ঞ ক্রিকেটার, যিনি প্রতি বছর ভারতে আসেন আইপিএল খেলার জন্য, তিনি কিন্তু এই সফরকে বেশ কঠিন বলেই ধরছেন। 

ওয়ার্নারের কথায়, ‘এ বারের সফরটা বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। আমার কথা যদি বলতে হয়, তাহলে বলব, আমি খুব ক্লান্ত। টিমের বেশ কিছু প্লেয়ার ইউএই-তে লিগ খেলতে গিয়েছে। আমার কথা বলতে হলে বলব, আর একটা বেশি রাতও যদি বাড়িতে কাটাতে পারতাম, ভালো লাগত। কিন্তু চাইলেও অনেক সময় এসব মেলে না। সব কিছুই যে আপনার হাতে থাকে না।’

ওয়ার্নার নিজেই ভারতীয় টিমের কাছে চ্যালেঞ্জ। খারাপ সময় কাটিয়ে আবার রানে ফিরেছেন। ১০০তম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেছিলেন। বিগ ব্যাশ লিগেও বেশ ছন্দেই রয়েছেন তিনি। ২০ বলে ৩৬ রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেছেন সম্প্রতি। 

ওয়ার্নারের কথায়, ‘আমি আমার টিম সিডনি থান্ডার্সে কিছুটা রোমাঞ্চ ভরে দিতে চাইছি। এ বারের মরসুম সেই অর্থে ভালো যায়নি। আশা করি সামনের মরসুমে ভালো কিছু করে দেখাতে পারব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে