রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ০৫:২৬:৩০

এবার রাহুল দ্রাবিড়কে সরাসরি হুঁশিয়ারি সৌরভ গাঙ্গুলির

এবার রাহুল দ্রাবিড়কে সরাসরি হুঁশিয়ারি সৌরভ গাঙ্গুলির

স্পোর্টস ডেস্ক: চলতি বছর ভারতে আয়োজিত ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রত্যেকটা দলই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়ছে। ভারতীয় ক্রিকেট দল আপাতত টি-২০ সিরিজ খেলছে কিন্তু এর আগে তারা নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজ খেলেছে। 

ওয়ানডে'তে এই বছর টিম ইন্ডিয়া দুটো সিরিজেই ক্লিন সুইপ করতে পেরেছে। দলের ওপেনিং পার্টনারশিপ দুর্দান্ত হয়েছে। পাশাপাশি বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ব্যাটাররা আবারও নিজেদের সেই পুরনো ছন্দে ফিরে এসেছেন। এই ব্যাপারে কথা বলতে গিয়েই এবার রাহুল দ্রাবিড়কে সরাসরি হুঁশিয়ারি করলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

তারই এককালের সতীর্থ তথা বর্তমান হেড কোচ দ্রাবিড়কে বিশেষ পরামর্শ দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ বললেন, 'ভারত একেবারে দুর্বল দল হতে পারে না। যে দেশে এতো প্রতিভার ছড়াছড়ি, সেই দেশের ক্রিকেট দল কখনই দুর্বলতা হতে পারে না। আমি একথা মনেপ্রাণে চাই যেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা এবং নির্বাচকেরা যেন সহমত পোষন করেন।' 

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় ক্রিকেট দল নিউ জিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। অন্যদিকে ২০২২ টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ভারতীয় ক্রিকেট দলকে পরাস্ত করে। সৌরভ টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে এই পরামর্শই যে তারা যেন ফলাফলের ব্যাপারে আগে থেকে খুব বেশি চিন্তাভাবনা না করে। 

বিশ্বকাপে যেন নির্ভীক পারফরম্যান্স সকলেই করতে পারে। সৌরভ বললেন, 'বিশ্বকাপে খেলতে নামার সময় যেন কোনও দুশ্চিন্তা মাথার মধ্যে না ঘুরপাক খায়। একেবার ভয়ডরহীনভাবেই পারফরম্যান্স করা উচিত। ট্রফি জিততে পারি কিংবা হারি, তা নিয়ে আগে থেকে ভেবে কোনও লাভ নেই।' 

সেইসঙ্গে তিনি টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটারদের ভরপুর প্রশংসা করেন। তার কথায়, যে দলে শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামির মতো ক্রিকেটার রয়েছেন, সেই দল কখনই খারাপ খেলতে পারে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে