সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ০৯:৩৭:২৬

কঠিন সময় অপেক্ষা করছে মেসি-নেইমার-এমবাপ্পের!

কঠিন সময় অপেক্ষা করছে মেসি-নেইমার-এমবাপ্পের!

স্পোর্টস ডেস্ক: লিগ ম্যাচে রাঁসের বিপক্ষে হেরেছে পিএসজি। তার আগে লেন্সের বিপক্ষে হেরেছে। সোমবার যোগ করা সময়ে জয় বঞ্চিত হয়েছে রেঁস-এর বিপক্ষে। লিওনেল মেসি-নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের মতো আক্রমণভাগ থাকলেও প্যারিসের দলটির এই ভালো-খারাপ সময় লেগেই আছে। 

২০ লিগ ম্যাচ খেলে দ্বিতীয় অবস্থানে থাকা লেন্সের চেয়ে মাত্র তিন পয়েন্টে এগিয়ে পিএসজি। সুতরাং মেসি-নেইমার-এমবাপ্পের দলটির সামনে যে কঠিন সময় অপেক্ষা করছে সেটা বলাই যায়। দলের এই পারফরম্যান্স উত্থান-পতনের পেছনে মেসি-নেইমার এবং এমবাপ্পের দায় দেখছেন রেঁস-এর অধিনায়ক ইউনুস আব্দেলহামিদ। 

পিএসজির বিপক্ষে ১-১ গোলে সমতার পর ইউনুসের দাবি, পিএসজি’র ফ্রন্ট থ্রি রক্ষণে কোন ভূমিকা রাখেন না। তারা কেবল বল মাঝ মাঠের ওপরে থাকলে প্রেসিং করেন। রক্ষণ থেকে প্রেসিং ফুটবল খেলেন না। এদিন পিএসজি’র মার্কো ভেরাত্তি ৫৯ মিনিটে লাল কার্ড দেখায় দশ জনের দলে পরিণত হয়েছিল দলটি। মেসি-নেইমারদের তাই কিছুটা রক্ষণে সহায়তা করা দরকার ছিল বলে তার মত। 

মরক্কোর ৩৫ বছর বয়সী রেঁস ডিফেন্ডার বলেন, ‘নিজেদের রক্ষণভাগের ওপরে বল নিয়ে কাজ করা সহজ ছিল। কারণ পিএসজি’র ফ্রন্ট থ্রি (মেসি, নেইমার, এমবাপ্পে) রক্ষণে ভূমিকা রাখেন না। আমরা জানতাম যে, বলটা রক্ষণের প্রথম ধাপ পার করতে পারলে পিএসজি দলগত রক্ষণে অংশ নেবে না। আমরা ওই বিষয়টি নিয়ে কাজ করেছি, ওই সুযোগ নেওয়ার চেষ্টা করেছি এবং অনেকগুলো আক্রমণ তুলে গোল করতে সক্ষম হয়েছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে