মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ১০:৪২:২৭

মেসি-নেইমারদের শক্তি বাড়াতে যাকে দলে নিতে চাইছে পিএসজি!

মেসি-নেইমারদের শক্তি বাড়াতে যাকে দলে নিতে চাইছে পিএসজি!

স্পোর্টস ডেস্ক: লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেমার দলে থাকার পরেও জিততে পারেনি পিএসজি। ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে ফরাসি ক্লাবকে। পয়েন্ট নষ্ট করার পরে ক্লাবের কোচের রোষে তিন তারকা। তার মধ্যেই পিএসজি সূত্রে খবর, নতুন ফুটবলারকে সই করাতে ঝাঁপিয়েছে প্যারিস সঁ জরমঁ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরনো সতীর্থের দিকে নজর পিএসজি কোচ ক্রিস্টোফ গাল্টিয়েরের।

রেইমসের বিরুদ্ধে নেমার গোল করলেও বাকি দুই তারকা নিষ্প্রভ ছিলেন। ম্যাচ শেষে তিন ফুটবলারের বিরুদ্ধে মুখ খুলেছেন কোচ। গাল্টিয়ের বলেছেন, ‘‘আমরা মোটেই ভাল খেলতে পারিনি। শুধু বড় তারকা দলে থাকলে চলবে না, তাদের ভাল খেলতে হবে। নাম দিয়ে কিছু হয় না। মাঠে কে কেমন খেলছে, সেটা দেখে আমি দল তৈরি করতে চাই। আমার দলে কার্যকরী ফুটবলার দরকার। শুধু বড় নাম থাকলেই সুযোগ পাওয়া যাবে না।’’

ইতিমধ্যেই যে ক্লাব নতুন ফুটবলারের খোঁজ শুরু করেছে সে কথা জানিয়েছেন গাল্টিয়ের। তিনি বলেছেন, ‘‘আমি জানি ক্লাব আরও এক বা দু’জন ফুটবলারকে নিতে চাইছে। আমাদের দলকে আরও শক্তিশালী করতে হবে। আমাদের আক্রমণ ভাগে আরও এক জন স্ট্রাইকার লাগবে যে আক্রমণাত্মক খেলবে। তা হলে খেলা আরও ভাল হবে।’’

যে দলে মেসি, এমবাপেদের মতো তারকা রয়েছেন সেই দলের কোচ কেন এমন কথা বলছেন? গাল্টিয়েরের মতে, যে তিন তারকা তাঁর আক্রমণভাগে রয়েছেন তাঁরা সুযোগ তৈরি করেন অনেক বেশি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেন না তাঁরা। তাই যদি এমন এক জনকে তিনি পান, যিনি গোল করতে পারবেন, তা হলে দলের জিততে সুবিধা হবে।

এর মধ্যেই জানা গিয়েছে মেসি-নেইমারদের শক্তি বাড়াতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার মার্কাস র‌্যাশফোর্ডকে দলে নিতে চাইছে পিএসজি। এই মরসুমে রোনাল্ডোর প্রাক্তন দলের হয়ে ৩০ ম্যাচে ১৮টি গোল করেছেন র‌্যাশফোর্ড। তাঁর সঙ্গে নাকি প্রাথমিক কথাও হয়ে গিয়েছে প্যারিসের ক্লাবের। তবে এই বিষয়ে এখনও ম্যান ইউ বা র‌্যাশফোর্ড কেউ মুখ খোলেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে