রবিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:১৯:৪৯

“ওর মতো বোলার পাকিস্তানের অলিতে-গলিতে বহু রয়েছে”

“ওর মতো বোলার পাকিস্তানের অলিতে-গলিতে বহু রয়েছে”

স্পোর্টস ডেস্ক: আট বছর আগে বিরাট কোহলির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল তাঁর। ইউটিউবে সেই ঘটনার উল্লেখ করে জোর আলোড়ন তৈরি করেছেন পাকিস্তানের প্রাক্তন বোলার সোহেল খান। এবার আবার আলটপকা মন্তব্য করেছেন তিনি। 

এবার আর বিরাট কোহলি নন। সোহেলের নিশানায় এবার উমরান মালিক। সোহেল এবার পড়েছেন উমরান মালিককে নিয়ে। উমরানের গতিময় বোলিং দেখে সবাই প্রশংসা করেছেন। সোহেল স্রোতের বিপরীতে হাঁটছেন। 

উমরানকে নিয়ে তিনি বলছেন, “ওর মতো বোলার পাকিস্তানের অলিতে-গলিতে বহু রয়েছে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে এরকম বোলারের সংখ্যা অনেক। এখান থেকে যারা উঠে আসছে তারাই পরবর্তীকালে প্রতিষ্ঠা পাচ্ছে। নাসিম শাহ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফকেই দেখুন।” 

সোহেল আরও বলেছেন, "পাকিস্তানের টেপ টেনিস বল ক্রিকেটে উমরানের মতো এই ধরনের ১২ থেকে ১৫ জন বোলার দেখিয়ে দিতে পারব।" সোহেলের এহেন মন্তব্য বিতর্ক বাড়াতে পারে। বিশ্বের যে ক'জন বোলার এখন নিয়মিত দেড়শো কিলোমিটারের বেশি গতিতে বল করতে  পারেন, উমরান মালিক তাদের মধ্যে একজন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘণ্টায় ১৫৬ কিমি বেগে বল করেছেন তিনি। শোয়েব আখতারের দ্রুততম ডেলিভারির রেকর্ড কি ছাপিয়ে যেতে পারবেন উমরাম মালিক? সোশ্যাল মিডিয়ায় এনিয়ে জোর চর্চাও শুরু হয়ে যায়। জাতীয় দলের হয়ে গতবছরের জুনে অভিষেক ঘটে উমরানের। ভারতের হয়ে ১৬টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে