রবিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:৩৩:০৭

যে কারণে পাকিস্তানের হাত থেকে ফসকে গেল এশিয়া কাপ!

যে কারণে পাকিস্তানের হাত থেকে ফসকে গেল এশিয়া কাপ!

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে চলতি বছর এশিয়া কাপ আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু, এই টুর্নামেন্ট আদৌ শেষ পর্যন্ত পাকিস্তানে আয়োজন করা হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। 

শনিবার এই মর্মে একটি বৈঠক করা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ সেখানে উপস্থিত ছিলেন। আর পাকিস্তানে আদৌ এশিয়া কাপ আয়োজন করা হবে কি না, এই ব্যাপারে তার মন্তব্যই সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছিল।

সংবাদমাধ্যম সূত্রের খবর, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই বৈঠকটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠির অনুরোধেই আয়োজন করা হয়েছিল। পাকিস্তান আদৌ ২০২৩ এশিয়া কাপের আয়োজন করা হবে কি না, সেই ব্যাপারেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

তবে বিসিসিআই সূত্র মারফৎ জানতে পারা গিয়েছে যে আগামী সেপ্টেম্বর মাসে পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনের কোনও সম্ভাবনাই নেই। এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হতে পারে। সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাতে আয়োজনের যাবতীয় অধিকার থাকবে। শনিবারের বৈঠকে এমনই আলোচনা হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে বিসিসিআই সূত্র থেকে জানতে পারা গিয়েছে, 'জয় শাহ এসিসির এই বৈঠকে অংশগ্রহণ করতে বাহরিন গিয়েছিলেন। বিসিসিআই এই ব্যাপারে নিজেদের মত একেবারে বদলাননি। আমরা পাকিস্তান যাব না। কারণ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া যাবে না।'

যে কারণে পাকিস্তানের হাত থেকে ফসকে গেল এশিয়া কাপ, তাহল পেশোয়ার বি'স্ফো'রণই। পেশোয়ার বি'স্ফো'রণই পাকিস্তানের সমস্যা বাড়াল। সম্প্রতি পেশোয়ার বি'স্ফো'রণ আরও একবার পাকিস্তানে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। 

গত বছর ডিসেম্বর মাসে এসিসি চেয়ারম্যান জয় শাহ এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করে দিয়েছিলেন। সেখানে অবশ্য এশিয়া কাপ কোথায় আয়োজন করা হবে, সেই ব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে চাননি। এরপর নাজাম শেঠি আবার জয় শাহর বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ তুলেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে