সোমবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:০০:১১

'দুই বছরের মধ্যেই হবে', কথা দিলেন সৌরভ গাঙ্গুলী

'দুই বছরের মধ্যেই হবে', কথা দিলেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক: এ বছর দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ। নভেম্বরে বিশ্বকাপ শেষের পরই খোলনলচে বদলে ফেলা হবে ইডেন গার্ডেন্সের। নতুন ভাবে সাজানো হচ্ছে ক্রিকেটের নন্দনকানন। তার পরিকল্পনাও হয়ে গিয়েছে। ক্লাব হাউসের লোয়ার টিয়ারের আসনগুলো আগেই বদলে ফেলা হয়েছে। 

ফ্লাডলাইটেও আনা হয়েছে বদল। অত্যাধুনিক ভাবে তৈরি হবে ক্রিকেটের নন্দনকানন। বিশ্বকাপের পর ঢেলে সাজানো হবে ইডেন গার্ডেন্স। বাড়ানো হবে আসন সংখ্যাও। এই মুহূর্তে প্রায় ৭০ হাজার দর্শকাসন রয়েছে ইডেনে। সেই সংখ্যাটা এক লক্ষে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সিএবির। 

তবে ইডেন সংস্কারের পাশপাশি শহরে আরও একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে। ডুমুরজোলাতে আগেই জমি পেয়েছিল সিএবি। একই সঙ্গে রাজারহাটেও রয়েছে জমি। আর সেখানে গড়ে তোলা হবে ক্রিকেট স্টেডিয়াম।

সোমবার এক অনুষ্ঠানে হাজির হন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ। সেখানে তিনি বলেন, ‘রাজারহাটে সিএবির জমি রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা সিএবিকে সেই জমি দজিয়েছে। সেখানে একটা ছোট ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবে। এটা তৈরিতে ২ বছর সময় লাগবে।’ 

সৌরভ বলেন, ‘এই স্টেডিয়ামে টেস্ট ম্যাচের পাশাপাশি রঞ্জি ট্রফির ম্যাচও হবে। বিশ্বকাপের পর ইডেন গার্ডেন্সের সংস্কারেও হাত দেওয়া হবে। গ্যালারিতে আসন সংখ্যা বাড়াতে হবে। দুটো স্টেডিয়াম একসঙ্গে পরিচালনা করা খুবই খরচাসাপেক্ষ। সেক্ষেত্রে একটি স্টেডিয়ামকে ক্রিকেটের উন্নতিতে ব্যবহার করতে হবে। সামঞ্জস্য বজায় রাখতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে