সোমবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:১৭:২৫

বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকা প্রকাশ, শীর্ষে কে জানেন?

বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকা প্রকাশ, শীর্ষে কে জানেন?

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকা প্রকাশ, শীর্ষে কে জানেন? এই নিয়ে দ্বিতীয়বার শীর্ষে তিনি। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সারা বিশ্বের নিরিখে সব চেয়ে জনপ্রিয় বিশ্বনেতার স্বীকৃতি পেয়েছেন। 

যদিও অনেকেই ভেবেছিলেন, এবার হয়তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শ্রেষ্ঠত্বের শিরোপা পাবেন। বিশ্ব জুড়ে ২২ জন নেতার মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে নরেন্দ্র মোদিকে। তালিকার শীর্ষে মোদি, তারপরে একে একে আছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রাস ম্যানুয়েল লাপেজ অব্রাডর, সুইস প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট। 

এরা ভোট পেয়েছেন যথাক্রমে ৭৮, ৬৮ ও ৬২ শতাংশ। যদিও এই সার্ভের ফলাফলের সঙ্গে একমত নন ভারতেরই ১৮ শতাংশ মানুষ। তারা মনে করছেন, বিশ্বের সব চেয়ে জনপ্রিয় নেতা মোদি হতে পারেন না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বা কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ৪০ শতাংশ ভোট পেয়ে অনেকটাই পিছনের দিকে। 

ব্রিটেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক পেয়েছেন মাত্রই ৩০ শতাংশ সমর্থন। মর্নিং কনসাল্ট নামের মার্কিন এক সমীক্ষা সংস্থা এই সমীক্ষা করেছে। ২০ হাজারেরও বেশি গ্লোবাল ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে এই সমীক্ষার ফল তৈরি ও প্রকাশ করে হয়। 

আপাতত 'ওয়ার্ল্ড মোস্ট পপুলার লিডার' হয়ে প্রেসিডেন্ট জো বাইডেন, প্রধানমন্ত্রী ঋষি সুনাক, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভলোদিমির জেলেনস্কি, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সকলকে পিছনে ফেলে জয়ের হাসি হাসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার দেশ ভারতও তার দেশনেতার এই সাফল্যে খুশি।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে