মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:২৯:০২

'৩৬ রানে অল আউট', ভারতকে কটাক্ষ করলো অস্ট্রেলিয়া

'৩৬ রানে অল আউট', ভারতকে কটাক্ষ করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ এখনও শুরু হয়নি। কিন্তু মাঠের বাইরের লড়াই শুরু হয়ে গিয়েছে আগে থেকেই। বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতকে খোঁচা দিয়ে একটি ভিডিও পোস্ট করেছে। 

আর সেই ভিডিও দেখে ভারতের ক্রিকেটপ্রেমীরা নিজেদের স্থির রাখতে পারেনি। তারাও পালটা জবাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। ২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারতীয় দল। প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিল অ্যাডিলেডে। দিন-রাতের সেই টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ৩৬ রানে। 

আট উইকেটে টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতীয়দের খোঁচা দিয়েছে সেই টেস্ট ম্যাচের কথা মনে করিয়ে দিয়ে। ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, ৩৬ রানে অল আউট। ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই ভিডিও দেখার পরে দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া পালটা প্রশ্ন করেন, "সিরিজের স্কোরলাইন কী ছিল?" 

ভারত অবশ্য সিরিজে সমতা ফেরায় মেলবোর্নে। সিডনিতে দুই দেশের মধ্যে খেলা ড্র হয়। গাব্বায় অস্ট্রেলীয়দের দর্পচূর্ণ হয়। ভারত সিরিজে জিতে নেয় ২-১-এ। ভারতীয় ক্রিকেটভক্তরা সেই সিরিজের উল্লেখ করে লিখেছেন গাব্বায় অস্ট্রেলিয়ার অহংকার গুঁড়িয়ে দেওয়া হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে