বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:১৫:৫১

ভূমিকম্পে তুরস্কের অসহায়দের পাশে দাঁড়ালেন রোনালদো

ভূমিকম্পে তুরস্কের অসহায়দের পাশে দাঁড়ালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: ভূমিকম্পে তুরস্কের অসহায়দের পাশে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সই করা জার্সি নিলামে তোলা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ তুরস্কের আর্ত মানুষের ত্রাণকার্যে লাগানো হবে। এমনটাই জানিয়েছেন তুরস্কের ফুটবলার মেরিহ ডেমিরাল। 

টুইটারে ডেমিরাল লিখেছেন, “আমার সঙ্গে ক্রিশ্চিয়ানোর কথা হয়েছে। তুরস্কের দুরবস্থার কথা শুনে রোনালদো খুবই ভেঙে পড়েছে। আমার কাছে রোনালদোর সই করা একটা জার্সি রয়েছে। সেই জার্সি নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্প পীড়িত অঞ্চলের আর্ত মানুষের ত্রাণকার্যে ব্যবহার করা হবে।”

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক। সরকারী হিসেব অনুযায়ী ইতিমধ্যেই আট হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রবল কম্পনে তছনছ হয়ে গিয়েছে তুরস্ক। খবর এসেছে, ভূমিকম্পের তাণ্ডবলীলায় প্রাণ হারিয়েছেন এক গোলকিপার। ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু ধ্বংসস্তূপের নীচে নিখোঁজ ছিলেন। তাকে অবশ্য উদ্ধার করা হয়েছে। 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন। এরকম পরিস্থিতিতে রোনালদো সাহায্যের কথা জানিয়েছেন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে। সোমবার স্থানীয় সময় ভোরে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। সেই কম্পনের মাত্রা ছিল ৭.৮। কম্পনের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্ক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে