বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:১৭:৫৯

রোনালদিনিওর ছেলের সঙ্গে যে দলের চুক্তি হচ্ছে!

রোনালদিনিওর ছেলের সঙ্গে যে দলের চুক্তি হচ্ছে!

স্পোর্টস ডেস্ক: ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালে যোগ দেওয়ার পরই ইএসপিএন জানিয়েছিল, সবকিছু ঠিক থাকলে স্থায়ী চুক্তিতে বার্সেলোনার বয়সভিত্তিক দলে নাম লেখাবেন মেনদেজ। মেনদেজের ট্রায়ালে নাকি বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা নিজেও নজর রেখেছেন, স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্তের খবর ছিল এমন। 

এবার রোনালদিনিও নিজেই এ ব্যাপারে অনেকটাই নিশ্চিত করলেন। বার্সার সঙ্গে চুক্তি হয়ে গেছে এমন কিছু রোনালদিনিও না বললেও তাঁর কথাতে স্পষ্ট, মেনদেজের সঙ্গে বার্সার চুক্তি হওয়া সময়ের ব্যাপারমাত্র।

স্প্যানিশ রেডিও আরএসি ১–কে রোনালদিনিও বলেছেন, ‘বার্সা আমার জীবনের অংশ। আমি কখনোই বার্সায় বাইরের কেউ ছিলাম না। যেখানেই গেছি বার্সাকে সঙ্গে নিয়েই ছিলাম। এখন আমার ছেলে বার্সায় আসার পর থেকে বার্সার সঙ্গে আমার সম্পর্কটা আরও দৃঢ় হলো।’

আপনার ছেলে বার্সার হয়ে খেলার সুযোগ পেতে যাচ্ছে কি না, এমন প্রশ্ন করা হলে এই ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেছেন, ‘হ্যাঁ, ও খেলবে।’ মেনদেজ ১৪ বছর বয়স থেকে ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর যুব দলে ছিলেন। এ বছরই চুক্তি বাতিল করে স্পেনে পা রেখেছেন। রোনালদিনিওর মতো তাঁরও স্পেনের পাসপোর্ট আছে। জানা গিয়েছিল, মেনদেজের সঙ্গে বার্সার চুক্তির সিদ্ধান্ত নেবেন বার্সার যুব দলের কোচ। 

বার্সেলোনার যুব দলের কোচের দায়িত্ব আছেন অস্কার লোপেজ। আর সহকারী কোচ হিসেবে আছেন একসময় বার্সেলোনায় রোনালদিনিওর সতীর্থ সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার হাভিয়ের স্যাভিওলা।

হয়তো ট্রায়ালে কোচরা পছন্দ করেছেন বলেই বার্সার সঙ্গে চুক্তি হতে যাচ্ছে মেনদেজের। বার্সার সঙ্গে চুক্তির বিষয়টি দেখভাল করছেন রবার্তো দি আসিস, যিনি রোনালদিনিওরও এজেন্ট ছিলেন। বাবার মতো মেনদেজ মূলত আক্রমণভাগে খেলে থাকেন। ১.৭৮ উচ্চতার এই তরুণ ফুটবলার দুই পায়েই খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে