বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩, ০৬:৫০:০৪

স্বাগতিকরা আজ টি-টোয়েন্টিতে কেমন করবে

স্বাগতিকরা আজ টি-টোয়েন্টিতে কেমন করবে

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে স্বাগতিকরা ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে। সামনে এখন রয়েছে টি টোয়েন্টি সিরিজ। আজ বৃহস্পতিবার প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কেমন করবে স্বাগতিকরা?

এর আগে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচই খেলেছে বাংলাদেশ। ২০২১ সালে আরব আমিরাতে বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে। গতবার সেই ইংল্যান্ড টি-টোয়েন্টিতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন।

টাইগাররা বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে কতটা লড়াই করতে পারবে? তা প্রশ্নসাপেক্ষ। যদিও বাংলাদেশের লক্ষ্য সিরিজ জেতা। শেষ পর্যন্ত কী হয়, তাই দেখার বিষয়।

টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য জোর দিচ্ছেন নিজ দলের ওপর। বুধবার চট্টগ্রামে দলের অনুশীলন শেষে পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমাদের নিজেদের শক্তির ওপর ভর করেই খেলতে হবে। তারপর দেখব বিশ্বচ্যাম্পিয়ন আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়।’

শিষ্যদের কাছে সিরিজে কোচের প্রত্যাশা কেমন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি খুবই ওপেন। আমরা কী করতে পারি, সেটা দেখতে চাই। তারা যেভাবে দলে সুযোগ পেয়েছে, সেটাই করবে, এমনটাই প্রত্যাশা।
 
আন্তর্জাতিক মানের খেলোয়াড় যারা বিশ্বচ্যাম্পিয়ন তাদের সামনেও একইভাবে পারফর্ম করবে এটাই আশা করছি।’ ‘আর আমাদের বিষয়ে বললে, নিজেদের কন্ডিশনে আমরা তাদের চেয়ে ভালো কি না, তা দেখতে চাই। 

আমাদের সামনে খুব ভালো সুযোগ এটা দেখার যে টি-টোয়েন্টিতে নিজেদের স্কিলসেটটা কেমন।’ ইংল্যান্ড প্রসঙ্গে হাথুরু বলেন, ‘তারা ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন। তারা ৫০ ওভারের ক্রিকেটে বেশ থিতু একটা দল। 

তবে টি-টোয়েন্টিতে এখনো তাদের পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমি মনে করি না যে দলটা তাদের ২০২২ বিশ্বকাপ জিতিয়েছে, সে দলটাই ২০২৪ বিশ্বকাপে খেলবে। সে কারণেই তারা নতুন খেলোয়াড় বাজিয়ে দেখছে। 

আমার মনে হয় তারা তাদের দলটাকে সে কথা ভেবেই নিয়ম মেনে তৈরি করছে। সেটাতেও আমরা চোখ রাখতে পারি।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে