বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩, ১০:০৬:৫০

প্রথম টি-টোয়েন্টি আজ বিকেল ৩টায়

প্রথম টি-টোয়েন্টি আজ বিকেল ৩টায়

স্পোর্টস ডেস্ক : টাইগারদের মনে অনেক বড় আশা নিয়ে  টি-২০ সিরিজ শুরু হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। রানপ্রসবা উইকেটের জন্য সাম্প্রতিক যার ব্যাপক সুনাম। 

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে উইকেটের ধরন যে স্লো ও টার্নি হচ্ছে, তা আঁচ করেছে ইংলিশরাও। অধিনায়ক জস বাটলার গতকাল অনেকটা সময় নিয়ে উইকেট দেখেছেন; দেখলেন কোচ ম্যাথু মটও। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা পেসার ক্রিস ওকস জানিয়েছেন, উইকেট শেষ ওয়ানডের মতোই। 

একই উইকেটে হচ্ছে টি-টোয়েন্টি। বাংলাদেশ কোচ হাথুরুসিংহেও তাই বলেছেন, ‘আমরা ওয়ানডেতে যে পিচে খেলেছি, সেটাতেই খেলব টি-টোয়েন্টি। দুই দিনেই এটা বদলে যাবে না, একই থাকবে।’ উইকেট পরিবর্তন হচ্ছে না বলে বাড়তি অনুপ্রেরণা পেতে পারেন সাকিবরাও।

 কেননা একই উইকেটে সর্বশেষ ওয়ানডেতে ইংলিশ ব্যাটারদের চেপে ধরে ৫০ রানের জয় পেয়েছে দল। দুই দিন আগে কঠিন এক পরিস্থিতির মুখে পড়েও ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে যেভাবে ইংলিশদের হারিয়েছে তাতে দলের আত্মবিশ্বাস বেড়েছে দারুণভাবে। 

টি–টোয়েন্টি ক্রিকেট বলে ভিন্ন কথা। আর ইংলিশরা এই টি–টোয়েন্টি ক্রিকেটটা খেলে একেবারে দানবীয়ভাবে। তাই ভয়ের কারণ থাকলেও লাকি গ্রাউন্ড চট্টগ্রামে নতুন করেই যেন শুরুটা করতে চান সাকিব আল হাসান। যদিও সাকিব এই দলে পাচ্ছেন না দেশের সবচাইতে অভিজ্ঞ তিন তারকা তামিম, মুশফিক এবং মাহমুদউল্লাহকে। 

এই তিন জনই টি–টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। তাই নতুন এক দল নিয়ে নতুন শুরুর প্রত্যাশা সাকিবের। যদিও টি–টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

শুধু তাই নয় বর্তমান বিশ্বে যে কয়জন ক্রিকেটার সবচাইতে ভয়ংকর টি–টোয়েন্টি ক্রিকেট খেলে থাকেন তারা প্রায় সবাই ইংল্যান্ডের ক্রিকেটার। তারপরও ভয় পাওয়ার কিছু দেখছেন না সাকিব। বরং প্রথম সিরিজের শুরুটা জয় দিয়েই করতে চান টাইগার দলপতি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে