বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩, ০৬:১৩:৩৪

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের নাটকীয় জয়!

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের নাটকীয় জয়!

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের নাটকীয় জয়! এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দারুণ ফর্মটাকে শান্ত টেনে এনেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে এই ফরম্যাটে কোনো ফিফটি ছিল না শান্তর। 

ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে দুই ফিফটিতে শান্ত সংগ্রহ করেন ১১১ রান। শেষ ওয়ানডেতে দুর্ভাগ্যজনকভাবে রান আউট না হলে রান সংখ্যা আরো বাড়তে পারত। শান্তর ব্যাট হেসেছে প্রথম টি-টোয়েন্টিতেও।

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য ১৫৭। দলীয় ৩৩ রানে রনি তালুকাদারের (২১) বিদায়ের পর উইকেটে আসেন শান্ত। ২৭ বলেই তুলে নেন অর্ধশত। ৩০ বলে ৫১ রানের ইনিংস খেলে মার্ক উডের বলে বোল্ড হয়ে থেমেছেন শান্ত। 

এই উডের একটি ওভারেই অবশ্য ১৭ রান নিয়েছিলেন শান্ত। শান্ত ফিরে গেলেও বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৩ ওভারে ৪ উইকেটে ১১৮ রান। অধিনায়ক সাকিব আল হাসান ৪ ও আফিফ হোসেন ৫ রানে ব্যাট করছেন। জয়ের জন্য আর প্রয়োজন ৪২ বলে ৩৯ রান, হাতে ৬টি উইকেট।

এর আগে, টসে হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ করে ইংলিশরা। অধিনায়ক জস বাটলার ৪২ বলে ৬৭ রানের ইনিংসে খেলেন। এছাড়া ফিলিপ সল্টের অবদান ৩৫ বলে ৩৮। বেন ডাকেটের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ২০ রান। বিস্তারিত আসছে...

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে