বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩, ১১:০২:২২

বাংলাদেশের এমন জয়ে যে দুইজন কৃতিত্ব দাবি করতেই পারেন!

বাংলাদেশের এমন জয়ে যে দুইজন কৃতিত্ব দাবি করতেই পারেন!

স্পোর্টস ডেস্ক : তরুণ দ্রুতগতির বোলার হাসান মামুদ আর অধিনায়ক সাকিব আল হাসান কৃতিত্ব দাবি করতেই পারেন। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বড়সড় স্কোর গড়া থেকে বিরত রেখে ১৫৬ রানে বেঁধে সাফল্যের মূল ভিতটা গড়ে দিয়েছেন বোলার হাসান মাহমুদ (২/২৬) ও সাকিব (১/২৬)।

সাথে দুই পেসার তাসকিন আহমেদ (১/৩৫), মোস্তাফিজুর রহমান (১/৩৪) আর বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও (১/৩১) সাধ্যমত চেষ্টা করেছেন। তাদের মাপা ও নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই দেড়শোর ঘরে আটকে থাকে জস বাটলারের দল।

১৫৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। সে লক্ষ্যে পৌঁছাতে ব্যাটারদের প্রায় সবাই কমবেশি অবদান রেখেছেন। ৮ বছর পর দলে ফেরা রনি তালুকদার ১৪ বলে ২১, অভিষেক হওয়া তৌহিদ হৃদয় ১৭ বলে ২৪, অধিনায়ক সাকিব (২৪ বলে অপরাজিত ৩৪) ও আফিফ হোসেন ধ্রুব (১৩ বলে অপরাজিত ১৫); সবাই কিছু না কিছু রান করে দল জেতাতে কার্যকর ভূমিকা রেখেছেন।

তবে বাঁহাতি ওপেনার নাজমুল হাসান শান্ত ছিলেন বাকিদের চেয়ে এগিয়ে। ৩০ বলে ৮ বাউন্ডারি হাঁকিয়ে ১৭০.০০ স্ট্রাইকরেটে ৫১ রানের সাহসী, সাবলীল ইনিংস উপহার দেন শান্ত। এর আগে নিয়েছেন ৩টি ক্যাচও। তাই ম্যাচ সেরার পুরস্কারটাও উঠেছে ফর্মে থাকা এই ব্যাটারের হাতে।

অতীতের অনেক ম্যাচের সাথে আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিামে হওয়া ম্যাচে টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচের একটি মৌলিক বড় পার্থক্য ছিল। তাহলো, কেউ স্লো ব্যাটিং করে ওভার পিছু লক্ষ্যমাত্রা বাড়াননি। ১৫৭ রানের পিছু ধেয়ে এমন স্বচ্ছন্দ্য ও সাবলীল ব্যাটিং, কী পরিকল্পনা ছিল?

খেলা শেষে মিডিয়া সেশনে প্রশ্নের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘আমাদের সাধারণ পরিকল্পনাই ছিল। আমরা ভিন্ন কিছু করতে চাইনি। আগে থেকে কোনো পরিকল্পনাও ছিল না।’

রনি তালুকদার আউট হওয়ার পর শান্ত আর তৌহিদ হৃদয় ৩৯ বলে ৬৫ রানের জুটি গড়লে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে চলে আসে বাংলাদেশের। শান্ত জানিয়ে দিলেন, বিপিএলে তার আর তৌহিদ হৃদয়ের (সিলেট স্ট্রাইকার্সের হয়ে) বেশ কটি ভালো ও ম্যাচ জেতানো জুটি ছিল, আজ ইংল্যান্ডের বিপক্ষে তিনি আর হৃদয় সে চিন্তা মাথায় রেখেই খেলেছেন।

তার আগে রনি তালুকদারকেও কৃতিত্ব দিতে ভোলেননি শান্ত, ‘আমরা ভালো শুরু পেয়েছিলাম। শুধু এই মোমেন্টামটা ধরে রাখার চেষ্টা করেছি। বল দেখেছি আর এভাবে খেলেছি। আমারা যারাই খেলেছি আজ, বিপিএলে যেভাবে ব্যাটিং করেছি, যে প্ল্যানিং ছিল বা যেমন মানসিকতা ছিল, সেটাই আজ অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। বল দেখেছি আর ওইভাবেই খেলার চেষ্টা করেছি। গ্যাপটা কাজে লাগানোর চেষ্টা করেছি। তাই হয়তো বাউন্ডারিগুলো মারতে পেরেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে