শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ০২:০৪:৫৯

ভয়ডরহীন সতীর্থদের দেখে খুশি সাকিব

ভয়ডরহীন সতীর্থদের দেখে খুশি সাকিব

স্পোর্টস ডেস্ক : বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। বোলাররা দারুণ করেছেন। ইংল্যান্ডের করা রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটাররাতো আরও এক কাঠি সরেস। সবার স্ট্রাইক রেট একশর উপরে। 

দুই ওভার হাতে রেখে ইংল্যান্ডের মতো দলকে টি-টোয়েন্টিতে হারানো, সত্যিই গর্বের বিষয়। দলের এমন জয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সবচেয়ে বড় বিষয়, সতীর্থদের ভয়ডরহীন মনোভাব দেখে রোমাঞ্চিত তিনি। 

বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। ১৫৭ রানের লক্ষ্য পেরিয়ে যায় টাইগাররা ১২ বল হাতে রেখে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমরা যে মনোভাব নিয়ে ম্যাচটি খেলেছি, তা ছিল অসাধারণ। 

এর চেয়ে বেশি কিছু দলের থেকে চাইতে পারি না। বোলিংয়ে আমরা (প্রথম ১০ ওভারে) কিছুটা চাপে ছিলাম, কিন্তু কেউ আতঙ্কিত হইনি। প্রত্যেকে জানত তাদের কী করতে হবে। প্রত্যেক বোলার নিজেদের পরিকল্পনায় অটল ছিল। আমার ক্যাচ ছাড়া (জস বাটলারের ক্যাচ মিস) বাদে প্রত্যেকে ভালো ফিল্ডিং করেছে।’ 

‘এভাবেই (ভয়ডরহীন মনোভাব) আমরা খেলতে চাই। টি-টোয়েন্টিতে বেশি চিন্তা না করলে ভালো পারফর্ম করা যায়। এই পরিবেশটাই আমরা ড্রেসিং রুমে তৈরি করার চেষ্টা করছি। আশা করি, আমরা এভাবে চালিয়ে যেতে পারব।’ এই ম্যাচে প্রত্যেক ব্যাটার করেছে টি টোয়েন্টি সুলভ ব্যাটিং। সবচেয়ে কম স্ট্রাইক রেট আফিফেরও রান ১৩ বলে ১৫, স্ট্রাইক রেট ১১৫.৩৮। 

সবচেয়ে বেশি স্ট্রাইক রেট শান্তর, ১৭০। ১৪ বলে ২১ রান করা রনির স্ট্রাইক রেট দেড়শ। ২৪ বলে ৩৪ রানে অপরাজিত থাকা সাকিব আল হাসানের স্ট্রাইক রেট সেখানে ১৪১.৬৬।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে